বাজেয়াপ্ত নয়, ঘৃণা জানিয়ে আরেকটি বই লিখতে হবে: অর্থমন্ত্রী

Home Page » জাতীয় » বাজেয়াপ্ত নয়, ঘৃণা জানিয়ে আরেকটি বই লিখতে হবে: অর্থমন্ত্রী
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০১৪



abul-mal-abdul-muhit_83.jpgবঙ্গ-নিউজঃমুক্তিযুদ্ধের উপঅধিনায়ক ও আওয়ামী লীগ নেতা একে খন্দকারের বই ‘১৯৭১: ভেতরে-বাইরে’ বাজেয়াপ্ত করার দাবি নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে তিনি বলেছেন, ‘কোনো বইয়ের প্রতি ঘৃণা প্রকাশ করে তা বাজেয়াপ্ত করার পক্ষে আমি নই। বরং আরেকটি বই লিখে তার প্রতিবাদ বা ঘৃণা প্রকাশ করার পক্ষে আমি।’
শুক্রবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরিতে ‘মহানগর বই উৎসব-২০১৪’ উদ্বোধন করে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
বাংলা একাডেমির সহযোহিতায় ‘বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি’ এ বই উৎসবের আয়োজন করেছে।
অর্থমন্ত্রী বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সংসদে একটা দাবি উঠেছে- একে খন্দকারের বই বাজেয়াপ্ত করতে হবে। আমি শক্তভাবে ওই বক্তব্য প্রত্যাখ্যান করি। বই যত বাজেই হোক, তা বাজেয়াপ্ত করা আমি সমর্থন করি না।’
তিনি বলেন, ‘অন্যের বইয়ের প্রতি ঘৃণা এবং ভিন্নমত সবার কাছে তুলে ধরতে হলে আরেকটি বই প্রকাশ করে করতে হয়। আমি চাই সেটিই সবাই করবে।’
এ সময় মন্ত্রী এই এই উৎসবের সাফল্য কামনা করেন এবং গ্রামাঞ্চলে বেশি বেশি করে বই উৎসব করতে প্রকাশকদের প্রতি আহ্বান জানান।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে উৎসবে আরো বক্তব্য দেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, পাবলিক লাইব্রেরির মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি উসমান গণি প্রমুখ।
পরে মন্ত্রী অতিথিদের নিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। এই বই উৎসব ৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উৎসবে বাংলা একাডেমি ও শিশু একাডেমিসহ ৪৩টি বেসরকারি সৃজনশীল প্রকাশনী অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:০৩   ৩৯৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ