‘হয় এবার আন্দোলন সফল, না হয় মৃত্যু’

Home Page » জাতীয় » ‘হয় এবার আন্দোলন সফল, না হয় মৃত্যু’
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০১৪



hhh.jpgবঙ্গ-নিউজঃকক্সবাজারে ২০ দলীয় জোটের প্রতিনিধি সভায় নেতারা বলেছেন, ‘আগামী আন্দোলনে হয় সফল হতে হবে, না হয় মৃত্যু।’তারা বলেন, ‘এই দুটি ছাড়া বিকল্প কিছু হলে শেখ হাসিনা সরকারের হাত থেকে কেউ বাঁচতে পারবে না।’
অতীতের ভেদাভেদ ভুলে এক হয়ে আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, ‘যখন আন্দোলন শুরু হবে গণতন্ত্রের প্রয়োজনেই কক্সবাজারে সকল সড়ক বন্ধ করে দিতে হবে। রাজপথ দখলে থাকলেই দেখবেন পুলিশ আপনাদের সঙ্গে কথা বলছে!’
২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক টিমের কক্সবাজার সফর উপলক্ষে বৃহস্পতিবার শহরের সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম. মোর্শেদ খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী।
মোর্শেদ খান বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রের নামে দেশের ঘাড়ে জগদ্দল পাথর হয়ে চেপে বসেছে। এই সরকার দেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে ফেলেছে।’
অতীতের আন্দোলনে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে তিনি বলেন, ‘পলাশী যুদ্ধের ষড়যন্ত্র ও বেঈমানির কথা তো আপনারা জানেন! ৫ জানুয়ারির নির্বাচনেও আমাদের মধ্যে নানা সমস্যার কারণে চূড়ান্ত সফলতা পাইনি।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পৃথিবীর যেখানেই স্বৈরশাসকের পতন হয়েছে সেখানে এমনি এমনি হয়নি। একটি রক্তস্নাত ঘটনার মধ্যদিয়ে হয়েছে। শেখ হাসিনার পতনও এমনি এমনি হবে না। তবে আমরা চাই না, শেখ হাসিনার পতন কোন খারাপ ঘটনার মধ্যদিয়ে হোক।’
তিনি বলেন, ‘আগামীতে সরকার পতনের আন্দোলনে হয় রাজপথে থাকবো, নয়তো দৈনিক মৃত্যু হবে।’
আমলা ও পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে সাবেক এই আমলা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের রক্তে পাওয়া এই দেশে বাকশালীদের মতো আচরণ করছেন তাদের একদিন জবাবদিহি করতেই হবে।’
প্রতিনিধি সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিসসহ ২০ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

বাংলাদেশ সময়: ২১:৪১:৫০   ৩৪৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ