কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ এডিবির

Home Page » অর্থ ও বানিজ্য » কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ এডিবির
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০১৪



adb.jpgবঙ্গ-নিউজঃ চলতি অর্থবছরের সরকারের কাঙ্ক্ষিত ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য ৩৪ দশমিক ৩ শতাংশ বিনিয়োগ প্রয়োজন হবে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।সেক্ষেত্রে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ ৬ শতাংশ পয়েন্ট বাড়াতে হবে সরকারকে। বর্তমানে বিনিয়োগ জিডিপির ২৮ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশের অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে এডিবি ‘কোয়াটারলি ইকনোমিক আপডেট’ প্রতিবেদন বুধবার প্রকাশ করেছে, যাতে এ পরামর্শ দেয়া হয়।
তিন মাস পর পর বাংলাদেশকে নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে থাকে ম্যানিলাভত্তিক সংস্থাটি।

এডিবি বলেছে, ‘চলতি ২০১৪-১৫ অর্থবছরে সরকার ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরেছে। এটা পূরণ করতে হলে বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ৩৪ দশমিক ৩ (জিডিপি’র) শতাংশে নিয়ে যেতে হবে।’

গত ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা আগের অর্থবছরের ৬ শতাংশের চেয়ে সামান্য বেশি।
গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে কম প্রবৃদ্ধি অর্জনের জন্য নির্বাচনপূর্ব রাজনৈতিক অস্থিরতাকে কারণ মনে করছে সংস্থাটি।
২০১৩-১৪ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। রাজনৈতিক অস্থিরতার প্রভাব অর্থনীতিতে পড়ার কারণে পরে তা কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়।
রপ্তানি আয় এবং সরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি খাতের প্রবৃদ্ধি বাড়ায় গত অর্থবছরে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে অবদান রেখেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এডিবি বলছে, বাংলাদেশের দ্রুত দারিদ্র্য বিমোচন করতে হলে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে নিয়ে যেতে হবে। আর এজন্য জিডিপির ৩৭ দশমিক ৬ শতাংশ বিনিয়োগ প্রয়োজন।
মে মাস পর্যন্ত খাদ্য মূল্যস্ফীতি বাড়ছিল। কিন্তু জুন মাস থেকে তা নিম্নমুখী রয়েছে। মে মাস পর্যন্ত খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি নিম্নমুখী থাকলেও জুন থেকে তা বাড়ছে বলে এডিবি তাদের পর্যবেক্ষণে তুলে ধরেছে।

বাংলাদেশ সময়: ০:৩৭:৫৯   ৩৮৪ বার পঠিত  




অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ