Home Page » বিশ্ব »
সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪



140831124313_mariupol_rally_304x171_reuters_nocredit.jpgবঙ্গনিউজ-ইউক্রেনকে সহায়তার জন্য সমরাস্ত্র সরবারহের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিষয়ক সিনেট কমিটির প্রধান।রবার্ট মেনেনডেজ বলেছেন, ইউক্রেন যাতে আত্মরক্ষা করতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোর উচিত দেশটিকে সমরাস্ত্রের যোগান দেয়া।
সম্পর্কিত বিষয়
এই আহ্বান এমন এক সময়ে জানানো হলো, যখন এর কয়েক ঘণ্টা আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বাধীনতার প্রশ্নে আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিষয়ক সিনেট কমিটির প্রধান রবার্ট মেনেনডেজ ইউক্রেন পরিস্থিতিকে এখন আর কেবলমাত্র বিদ্রোহীদের সাথে সংঘর্ষ বলে আখ্যা দেয়া যায়না, কারণ এখন সেখানে রাশিয়া তাদের সমর্থন ও অস্ত্র দেবার পাশাপাশি সরাসরি যুদ্ধেও অংশ নিচ্ছে।

এক টেলিভিশন সাক্ষাৎকারে মি. মেনেনডেজ, ইউক্রেন সরকারকে অস্ত্র দেয়ার মাধ্যমে, দেশটিতে সম্ভাব্য রুশ আগ্রাসন ঠেকানো সম্ভব হবে বলে মন্তব্য করেন।

রোববার লিথুনিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।

মি. মেনেনডেজ এই আহ্বান এমন এক সময়ে জানালেন, যখন কয়েক ঘণ্টা আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বাধীনতার প্রশ্নে আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন।

ভ্লাদিমির পুতিন বলেছেন, বিষয়টি নিয়ে এখুনি বাস্তবসম্মত আলোচনা শুরু করতে হবে।

আর তা সেখানকার সমাজ ও রাজনৈতিক অবস্থা এবং পূর্ব ইউক্রেনের স্বাধীনতার নিয়েই করতে হবে।

যাতে ঐ অঞ্চলে যারা বসবাস করছেন, তাদের বৈধ স্বার্থ রক্ষা হয়।

তবে, প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে আরেকটি স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলেননি।

বিবিসির সংবাদদাতা বলছেন, মস্কো সামরিক অভিযান বন্ধ এবং বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরুর জন্য কিয়েভের ওপর চাপ অব্যাহত রাখতে চায়।

আজ বেলারুশে ইউক্রেন ও ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থা’র সাথে ইউক্রেন সংকট নিয়ে বৈঠক করবে রাশিয়া।

সূত্র:বিবিসি

বাংলাদেশ সময়: ১৯:০০:৪৭   ৩৭০ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ