আ. লীগ নেতার রিভলবারের গুলি বেরিয়ে কলেজছাত্রের মৃত্যু

Home Page » জাতীয় » আ. লীগ নেতার রিভলবারের গুলি বেরিয়ে কলেজছাত্রের মৃত্যু
সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪



pabna-edward-college_ed.jpgবঙ্গ-নিউজঃ পাবনায় আওয়ামী লীগের এক নেতার রিভলবার থেকে বেরোনো গুলিতে প্রাণ গেছে এডওয়ার্ড কলেজের এক ছাত্রের।
মাসুদুর রহমান নামে ওই ছাত্র বন্ধুদের নিয়ে লাইসেন্স করা ওই অস্ত্রটি নিয়ে খেলার সময় দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে যায় বলে পুলিশ দাবি করেছে।

নিহত মাসুদ হিসাব বিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষে পড়তেন। কলেজ সংলগ্ন রাধানগরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টারের মালিকানাধীন ছন্দা ছাত্রাবাসে থাকতেন তিনি।

রিভলবারটি হামিদ মাস্টারের লাইসেন্স করা বলে  জানিয়েছেন পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম।

রোববার রাত সাড়ে ৯টার দিকে ছন্দা ছাত্রাবাসেই গুলিবিদ্ধ হন মাসুদ (২২)। তাকে অন্য ছাত্ররা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদ বলেন, মাসুদ মারা গেছেন।

এই চিকিৎসক  বলেন, নিহতের কয়েকজন সহপাঠী ওই আওয়ামী লীগ নেতার গাড়িতে করেই মাসুদকে হাসপাতালে নিয়ে আসে।

“আমি তাকে মৃত অবস্থায় পাই। তার শরীরের বুকের বাম পাশে একটি গুলির চিহ্ন পেয়েছি মাত্র।”

হামিদ মাস্টারের কাছে এই ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি  বলেন, “আমি নামাজ পড়তে মসজিদে ছিলাম। পরে বিষয়টি শুনতে পাই।

“আসলে কী হয়েছে, প্রকৃত ঘটনা জানি না।”

অন্য ছাত্রদের উদ্ধৃত করে ওসি কাজী হানিফ বলেন, “রাতে ছাত্রাবাসের টিভি রুমে আব্দুল হামিদ মাস্টারের ড্রাইভার শাকিল অস্ত্রটি নিয়ে যায়।

“সেখানকার কয়েকজন শিক্ষার্থী খেলা করার সময় হঠাৎ গুলি বের হয়ে গেলে মাসুদ গুলিবিদ্ধ হয়।।”

জিজ্ঞাসাবাদের জন্যে ওই আওয়ামী লীগ নেতার গাড়িচালক শাকিলকে আটক এবং রিভলভারটি জব্দ করেছে পুলিশ।

খবর শুনে পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ হাসপাতালে যান। তবে তিনি তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৮:২৩:০২   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ