২৫০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার

Home Page » জাতীয় » ২৫০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার
সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪



140527154609_rohingya__512x288_reuters.jpgহাসান মাহমুদ,বঙ্গনিউজ-প্রায় ন’বছর বন্ধ থাকার পর, মিয়ানমার সরকার বাংলাদেশ থেকে প্রায় ২৫০০ রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। ঢাকায় দুটো দেশের পররাষ্ট্র সচিবদের এক বৈঠকের পর বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, আগামী দু’মাসের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে।
সরকারি হিসেবে শুধু শরণার্থী ক্যাম্পেই প্রায় ৩৩০০০ রোহিঙ্গা বসবাস করছেন। আর ক্যাম্পের বাইরে আছেন পাঁচ লাখেরও বেশি।জাতিগত ও রাজনৈতিক সহিংসতার কারণে বিভিন্ন সময়ে তারা মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে এসেছেন।

ঢাকায় রোববার দু’দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বোঝানো হয়, পারষ্পরিক সম্পর্কের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি। এ কারণে বাংলাদেশ মিয়ানমারের কাছে রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নেয়ার বিষয়ে সুনির্দিষ্ট একটি সময়সীমা জানতে চায়।

এর জবাবে মিয়ানমার কর্তৃপক্ষ তালিকাভূক্ত রোহিঙ্গা নাগরিকদের মধ্য থেকে প্রাথমিকভাবে অন্তত ২৪১৫ জনকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। এর মধ্য দিয়ে ২০০৫ সালে থেমে যাওয়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আবার শুরু হচ্ছে।

তবে দুইমাস সময়ের মধ্যে প্রক্রিয়া শুরুর কথা বলা হলেও কর্মকর্তারা নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেনি।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ”ক্যাম্পে আছে যারা তাদের মধ্য থেকে যাদেরকে মিয়ানমার সরকার ভেরিফাই করেছে, তাদেরকে পাঠানোর মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে।”
পুড়ে যাওয়া মসজিদের সামনে বসে আছেন ক’জন রোহিঙ্গা

পুড়ে যাওয়া মসজিদের সামনে বসে আছেন ক’জন রোহিঙ্গা

বৈঠকটি জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সে সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবির একজন নায়েক নিহত হওয়ায় সীমান্তে উত্তেজনা দেখা দিলে বৈঠকটি পিছিয়ে দেয়া হয়।

বৈঠকে মিয়ানমারেরে উপ-পররাষ্ট্রমন্ত্রী উ থান্ট কিয়াওসহ সে দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশে সরকারি হিসেবেই ৩৩০০০ নিবন্ধিত রোহিঙ্গা শরনার্থী রয়েছে। এছাড়া অনিবন্ধিত আছে প্রায় ৫ লাখ মিয়ানমারের নাগরিক, যারা বিভিন্ন সময় অবৈধভাবে এসে আশ্রয় নিয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১২ সালে জাতিগত দাঙ্গা শুরু হলে বহু নাগরিক সেখান থেকে পালিয়ে আসে। তখন তাদেরকে ঢুকতে দিতে আন্তর্জাতিক এক ধরনের চাপও দেখা যায়।

সূত্র:বিবিসি বাংলা

বাংলাদেশ সময়: ১:৪৬:৪৭   ৩৪৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ