ঝিনাইদহের সাবেক সাংসদ গোলাম মোস্তফা আর নেই

Home Page » জাতীয় » ঝিনাইদহের সাবেক সাংসদ গোলাম মোস্তফা আর নেই
সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪



jhenidah_sm_480419782.jpgবঙ্গ-নিউজ: ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা আর নেই।রোববার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মুক্তিযুদ্ধকালীন খুলনা বিভাগের এই গেরিলা নেতা মারা যান।

গোলাম মোস্তফা (৬৩) মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাসদের সাবেক এই নেতা শৈলকুপা উপজেলার রতিডাঙ্গা গ্রামের মৃত দিয়ানত মণ্ডলের ছেলে।

গোলাম মোস্তফার নিকটাত্মীয় রহমত আলী বাংলানিউজকে জানান, রোববার দুপুর ২টার দিকে গোলাম মোস্তফা ঢাকার মোহম্মদপুরের বাসায় হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা করা হলে রাত ৯টার দিকে তিনি মারা যান।

মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মুক্তিযুদ্ধকালীন সময়ে ৮ নম্বর গেরিলা সেক্টর যশোর অঞ্চলের গেরিলা প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে এরশাদের জাতীয় পার্টি, জেপি, বিকল্পধারা বাংলাদেশ, সিরাজুল আলম খানের সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলে দায়িত্ব পালন করেন।

একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত হলে এরশাদ সরকারের শাসনামালে গোলাম মোস্তফা সাধারণ ক্ষমায় মুক্তি পান। এদিকে সাবেক সাংসদ গোলাম মোস্তফার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নিজ এলাকা ঝিনাইদহের শৈলকুপায় শোকের ছায়া নেমে আসে।

গোলাম মোস্তফার দীর্ঘদিনের সহকর্মী সাবেক সংসদ সদস্য দবির উদ্দীন জোয়ারদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার মরদেহ সোমবার গাজীপুর জেলার রাজেন্দ্রপুর এলাকার নিশ্চিন্তপুর রাষ্ট্রীয় মর্যাদায় দফন করা হবে।
ভব

বাংলাদেশ সময়: ১:২০:৪৯   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ