আবদুল আলীমের মরদেহ হস্তান্তর, সোমবার দাফন

Home Page » জাতীয় » আবদুল আলীমের মরদেহ হস্তান্তর, সোমবার দাফন
রবিবার, ৩১ আগস্ট ২০১৪



88452_1.jpgবঙ্গনিউজ-
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের বিচারে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ গ্রহণ করেন তার ছেলে সাজ্জাদ আলীম।
এর আগে রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
সাজ্জাদ আলীম জানান, বনানীর চেয়ারম্যানবাড়ীতে বাদ আছর তার বাবার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জয়পুরহাটে সোমবার বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার ময়নাতদন্তের কাজ সম্পন্ন করেন ঢামেকের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম শফিউজ্জামান।
সকাল থেকেই হাসপাতাল মর্গে আবদুল আলীমের স্বজনেরা তার মরদেহ নেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন।
প্রসঙ্গত, শনিবার দুপুর সোয়া ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আবদুল আলীম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভূইয়া জানান, আবদুল আলীম ক্যান্সার আক্রান্ত অবস্থায় ২০১৩ সালের ৩ অক্টোবর হাসপাতালে ভর্তি হন।
উল্লেখ্য, স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল মুসলিম লীগের নেতা হিসেবে একাত্তরে জয়পুরহাটে রাজাকার বাহিনীকে সঙ্গে নিয়ে ব্যাপক নিধনযজ্ঞ চালানোর দায়ে আবদুল আলীমকে ২০১৩ সালের ৯ অক্টোবর আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে, যুদ্ধাপরাধের অভিযোগে ২০১১ সালের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৫৮   ৩৫৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ