তৃতীয় দফায় ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার

Home Page » বিবিধ » তৃতীয় দফায় ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
রবিবার, ৩১ আগস্ট ২০১৪



88465_1.jpgবঙ্গনিউজ-
ঢাকা: ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশের মোট ১২০টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আগামী সোমবার, ১ সেপ্টেম্বর থেকে।
তৃতীয় পর্যায়ের এই হালনাগাদকরণ কার্যক্রম আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী জানুয়ারির মধ্যে যাদের বয়স ১৮ বছর হবে তারা ভোটার হতে পারবে। এছাড়া যারা পূর্বে ভোটার হতে পারেনি তারাও তথ্য দিয়ে ভোটার হতে পারবেন।
সিইসি জানান, কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে গত ১৫ মে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হালনাগাদে মোট ভোটার বৃদ্ধি হয়েছে ৩৫০টি উপজেলায় ৩০ লাখ ৮২ হাজার ২৮৭ জন। যা লক্ষ্যমাত্রার ৩ দশমিক ৮১ শতাংশ।
তিনি জানান, তথ্যসংগ্রহকারীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। ভোটারদের কাছে অনুরোধ থাকবে তাদের সহযোগিতা করার। যদি কেউ তথ্য দিতে ব্যর্থ হন তাহলে তিনি পরবর্তীতে নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে গিয়ে তথ্য দিয়ে ভোটার হতে পারবেন।
এছাড়া কেউ সম্পূর্ণ ব্যর্থ হলে ঢাকা জেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন। ভোটার হওয়া একটি চলমান প্রক্রিয়া।
দ্বৈতভোটার হলে শাস্তির কথা উল্লেখ করে সিইসি বলেন, কেউ দ্বৈত ভোটার হওয়ার প্রয়োজন নেই। এই অপরাধ করলে কঠোর শাস্তি দেয়া হবে।
কারো সংশোধনের প্রয়োজন হলে নির্দিষ্ট ফরমে আবেদন করলে তথ্য সংশোধন করে দেয়া হবে।
নারী ভোটারের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকায় নারী ভোটার বৃদ্ধির হার কম হওয়ায় আমরা উদ্বিগ্ন। কমিশন ইতিমধ্যে মাঠ পর্যায়ের কমিটি, এনজিও সংস্থা এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছে। আমরা নারী ভোটারদের উদ্বুদ্ধ করতে কাজ করছি।
ভোটার তালিকা হালনাগাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট তথ্য সংগ্রহ করা হয়েছে মোট ৪১ লাখ ৬ হাজার ৩৩৬ জনের। যা লক্ষ্যমাত্রার ৪ দশমিক ৪৭ শতাংশ। মৃত ভোটার কর্তনের আবেদন হয়েছে ৪ লাখ ৬ হাজার ২০৩ জনের। ভোটার স্থানান্তরের আবেদন হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭৪টি।
উল্লেখ্য, হালনাগাদ শুরুর আগে মোট ভোটার সংখ্যা ছিল নয় কোটি ১৯ লাখ ৫০ হাজার ৬৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার চার কোটি ৬১ লাখ ১৮ হাজার ২২০ জন এবং নারী ভোটার চার কোটি ৫৮ লাখ ৩২ হাজার ৪২১ জন।
নির্বাচন কমিশনের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫ শতাংশ বৃদ্ধির হার ধরে ভোটার বৃদ্ধি হবে ৪৬ লাখ। ইসির হালানাগাদ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে আগামী ১৫ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩১   ৩৫২ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ