চট্টগ্রামে টায়ার জ্বালিয়ে হরতালে বিক্ষোভ

Home Page » প্রথমপাতা » চট্টগ্রামে টায়ার জ্বালিয়ে হরতালে বিক্ষোভ
রবিবার, ৩১ আগস্ট ২০১৪



losing-the-fight-against-hartal-culture-by-mahfuzur-rahman.jpgবঙ্গ-নিউজঃ দেশের বিভ্ন্নি স্থানে ঢিলেঢালাভাবে হরতাল চললেও বন্দরনগরীতে সক্রিয় দেখা গেছে ইসলামী ফ্রন্টের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনাকে। বিভিন্ন স্থানে গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে তারা।
রোববার সকাল থেকে নগরী ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইসলামী ছাত্রসেনার সঙ্গে বিক্ষোভে ছিল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কর্মীরাও।গত ২৭ অগাস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবারের বাসায় ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ও টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে এই হরতালের ডাকে সংগঠনটি।

ফারুকী সুন্নি মতাবলম্বী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

ইসলামী ফ্রন্ট জাতীয় রাজনৈতিক সংগঠন হলেও বৃহত্তর চট্টগ্রামে তারা সাংগঠনিকভাবে বেশ সুদৃঢ়। ধর্মীয় আদর্শভিক্তিক সংগঠন আহলে সুন্নাতেরও প্রভাব রয়েছে এই অঞ্চলে।

হরতাল শুরুর আগেই থেকেই নগরীর বিভিন্ন স্থানে রাস্তায় অবস্থান নেয় দুই সংগঠনের কর্মীরা। তারা মিছিল-সমাবেশের পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

নগরীতে ব্যাংক, বীমা, পোশাক কারখানাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ চললেও যান চলাচল দেখা যায়নি। অফিসগামী লোকজনকে হেঁটে তাদের কর্মস্থলে যেতে দেখা গেছে।

হাতেগোনা কিছু সিএনজিচালিক অটোরিকশা দেখা গেলেও হরতাল সমর্থকদের বাঁধার মুখে তা চলাচল করতে পারছে না।

তবে কোথাও কোনো বিশৃঙ্খলা ও ভাংচুরের খবর পাওয়া যায়নি।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) শাহ আব্দুর রউফ  বলেন, “বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও ভাঙচুর বা বিশৃঙ্খলার কোনো ঘটনা ঘটেনি।”

বাংলাদেশ সময়: ১২:৩১:৪৮   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ