ইসরাইল ১৯৬৭ সালের অবস্থানে ফিরে যেতে রাজি হয়েছে !

Home Page » প্রথমপাতা » ইসরাইল ১৯৬৭ সালের অবস্থানে ফিরে যেতে রাজি হয়েছে !
শুক্রবার, ২৯ আগস্ট ২০১৪



urlee.jpgহাসান মাহমুদ,বঙ্গনিউজ-ইসরাইল ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যেতে রাজি হয়েছে বলে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। এর ফলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ সুগম হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উদ্ধৃতি দিয়েই এখবর প্রকাশিত হয়েছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তা সত্য নয়। তবে তিনি মাহমুদ আব্বাসের সাথে অতি সম্প্রতি তার গোপন বৈঠক হওয়ার কথাটি অস্বীকার করেননি।

বৃহস্পতিবার রাতে ফিলিস্তিন টিভিকে দেয়া সাক্ষাতকারে মাহমুদ আব্বাস বলেছেন, ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল যেসব স্থান দখল করেছিল, সেসব স্থান থেকে সরে যেতে সম্মত হয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরাইলি প্রত্যাহারের পর সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে ফিলিস্তিন রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দাবি জানিয়েছেন। ইসরাইল যদি তাতে সম্মত না হয়, তবে ‘যা করার দরকার হয় তা আমরা করব?’ তিনি এর মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক পরিম-লে নিয়ে যাওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন বলে টাইমস অব ইসরাইল জানিয়েছে।
তিনি বলেন, ‘আমরা এ, বি ও সি এলাকা নিয়ে আলোচনা করব না। আমাদের সুনির্দিষ্ট সীমানা দরকার। বিশ্বে ইসরাইল একমাত্র রাষ্ট্র যার কোনো চিহ্নিত সীমান্ত নেই।’
মাহমুদ আব্বাস বলেন, ‘আমরা এক দিন, এক সপ্তাহ বা এক মাস অপেক্ষা করতে প্রস্তুত। কিন্তু ২০ বছর নয়।
তিনি জানান, সায়েব ইরাকাত ও মাজিদ ফারাজ সীমান্ত নিয়ে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে বৈঠক করবেন। তবে কবে এই বৈঠক হবে তা তিনি বলেননি।
তিনি বলেন, ‘তারা যদি রাজি হয়, তবে আমরা আমরা আমাদের সীমান্ত নিয়ে স্বাধীন হব। ইসরাইল দুই বছর পর পর আমাদের ওপর হামলা চালাবে, তা আমরা মেনে নেব না।’
তিনি আরো বলেন, ফিলিস্তিনিরা কখনো তাদের ওপর পরিচালিত ইসরাইলি অপরাধকে ক্ষমা করবে না, ভুলে যাবে না।
তবে নেতানিয়াহু জানিয়েছেন, প্রাক-১৯৬৭ রেখার ভিত্তিতে আলোচনার কথা অস্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৪:৪০:০৬   ৩৯১ বার পঠিত  




প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ