যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে বাংলাদেশি ট্যাক্সিচালক খুন

Home Page » বিবিধ » যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে বাংলাদেশি ট্যাক্সিচালক খুন
শুক্রবার, ২৯ আগস্ট ২০১৪



usa-bangladeshi-02.jpgবঙ্গনিউজ-যুক্তরাষ্ট্রের কানেটিকাট রাজ্যে এক বাংলাদেশিকে ছুরি মেরে খুন করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।

নিহত কামালউদ্দিনের (৪৭) বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। কানেটিকাটের স্ট্যামফোর্ড সিটিতে ট্যাক্সি চালাতেন তিনি।

স্থানীয় সময় বুধবার সকালে ওই শহরের ডোটেল রোডে তার লাশ পাওয়া যায়। সেখানেই পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় তার ট্যাক্সি।

স্ট্যামফোর্ডের পুলিশ ক্যাপ্টেন রিচার্ড কনক্লিন জানান, কামালউদ্দিনের পেটে ও বুকে ১৫ থেকে ১৬ বার ছুরিকাঘাত করা হয়েছে। যাত্রীবেশী ছিনতাইকারীরা এই হত্যাকাণ্ড ঘটায় বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে নিউ ইয়র্ক থেকে চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী আজমসহ কয়েকজন প্রবাসী বাংলাদেশি ডোটেল রোডে কামালের বাড়িতে ছুটে যান। তারা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কামাল হত্যাকাণ্ডে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে স্ট্যামফোর্ড পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করতে পারেনি পুলিশ।চট্টগ্রাম সমিতির নেতা মোহাম্মদ হানিফ, আব্দুল হাই জিয়া, এনাম চৌধুরী ও লোকমান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। তারা কামালউদ্দিনের স্ত্রীকে সান্ত্বনা দেন।স্ত্রী ও এক শিশু সন্তানকে নিয়ে ডোটেল রোডের বাড়িতে থাকতেন কামালউদ্দিন।

২০১২ সালের অগাস্ট মাসে একই রাজ্যের হার্টফোর্ড সিটিতে মুদি দোকানের কর্মচারী বেলাল তালুকদার (৪৭) ডাকাতের গুলিতে নিহত হন।

ওই হত্যা মামলার রায়ে গত ১৩ অগাস্ট কেজলিন মেন্ডেজ নামের এক আসামিকে ৫৫ বছরের কারাদণ্ড দেয় আদালত।

বাংলাদেশ সময়: ৮:০৩:১৩   ৩৫৪ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ