ইউক্রেনের পূর্ব সীমান্তে আবারো সংঘর্ষ

Home Page » বিশ্ব » ইউক্রেনের পূর্ব সীমান্তে আবারো সংঘর্ষ
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০১৪



140827122334_ukraine_militants_512x288_ap_nocredit.jpgবিবিসি-ইউক্রেনে পাঁচ মাস ধরে চলা সংঘর্ষের অবসানের জন্য ইউক্রেন ও রাশিয়ার মধ্যেকার আলোচনার একদিন পরেই আবারো নতুন করে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে

ইউক্রেন অভিযোগ করছে দেশটির পূর্বের সীমান্তে রুশ পন্থী সৈন্যরা আবারো হামলা চালিয়েছে।

এদিকে এই নতুন করে হামলার ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে ব্যাখ্যা চেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

ইউক্রেনের পূর্বের সীমান্তে আবারো নতুন করে সেনাবাহিনীর হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে দেশটি।

দেশটির দক্ষিণ পূর্বের সীমান্তে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

রুশপন্থী বিদ্রোহীরা উপকূলবর্তী শহর একটি শহর দখল করে নিয়েছে যদিও ইউক্রেন বলছে শহরটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

ভিডিও চিত্রে দেখা যাচ্ছে বেশ কিছু ট্যাংক বিদ্রোহীদের দমনে ব্যবহার করা হচ্ছে।

bbc

ইউক্রেনের একাংশ

এদিকে দোনেস্ক এবং লোহানস্ক সংঘর্ষ অব্যাহত রয়েছে।

এর ফলে পাঁচ মাস ব্যাপী সংঘর্ষের অবসানের জন্য মঙ্গলবার দেশ দুটির মধ্যে যে আলোচনা হয়েছিল সেটাও ব্যর্থ হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে।

ইউক্রেন বলছে রাশিয়ার বাহিনী ইউক্রেনের সীমার মধ্যেই অভিযান চালাচ্ছে।

লন্ডনে ইউক্রেন দূতাবাসের একজন কর্মকর্তা বলছেন এই দাবির পক্ষে অসংখ্য যুক্তি রয়েছে।

তিনি বলছেন দুর্ভাগ্যবশত রাশিয়া যে তাদের সৈন্য দিয়ে ইউক্রেনে বন্যা বয়ে দিচ্ছে সেটার প্রত্যক্ষদর্শী হতে হচ্ছে তাদের।

এদিকে এই নতুন করে হামলার ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে ব্যাখ্যা চেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

দেশটির কর্তৃপক্ষ বলছে মিজ মেরকেল টেলিফোনে মি. পুতিনকে বলেছেন এই অবস্থাকে শান্ত করার জন্য রাশিয়ার একটা বড় ভূমিকা রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে পূর্ব ইউরোপের যেসব এলাকা শান্ত হয়ে এসেছিল সেখানে ট্যাংক, রকেট লঞ্চার এসব যাওয়ার অর্থ দাড়ায় রাশিয়া আবারো পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

অবশ্য রাশিয়া সবসময় বিদ্রোহীদের সাহায্য করার বিষয়টি অস্বীকার করেছে।

মার্কিন পরারাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জেন পাসকি বলেছেন রাশিয়া যে সত্যটা প্রকাশ করতে অনীহা দেখাচ্ছে সে ব্যাপারে ওয়াশিংটন সবসময় উদ্বিগ্ন।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৩৭   ৩৩২ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ