তিনটি ফ্লাইওভার তারপরও বিমানবন্দর সড়কটিতে যানজট

Home Page » জাতীয় » তিনটি ফ্লাইওভার তারপরও বিমানবন্দর সড়কটিতে যানজট
বুধবার, ২৭ আগস্ট ২০১৪



 

janjot.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর ব্যস্ততম উত্তরা থেকে মহাখালী পর্যন্ত বিমানবন্দর সড়কটিতে যানজট সব সময়ই সঙ্গী। অথচ এ পথে রয়েছে তিনটি ফ্লাইওভার।সরেজমিনে সড়কটিতে ভ্রমণ করে দেখা গেছে, যানজটের অন্যতম কারণ হিসেবে রয়েছে ফ্লাইওভারগুলোতে ওঠার পথের বাধা। শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর প্রথমেই যানজট বাধা হয়ে দাঁড়ায় বিমানবন্দরের সামনের সড়কটিতে। সকাল নয়টায় দেখা যায় উত্তরার জসীম উদ্দীন এলাকা থেকে বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ যানজট। মূলত এ পথ দিয়ে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর অঞ্চলের বাসগুলো প্রবেশ করে রাজধানীতে।


এয়ারপোর্ট মোড়ে ট্রাফিক পুলিশ রুহুল বঙ্গনিউজকে বলেন, মূলত সড়কের ওপর দূরপাল্লার বাসগুলো যাত্রী নামানোর কারনে এখানে জটের তৈরি হয়। এছাড়াও লোকাল বাসগুলো ‘যাত্রা’ সিগন্যাল পাওয়ার পরেও ধীরগতিতে টানে এবং যাত্রী ওঠায়। এ কারণে পেছনে দীর্ঘ জটের সৃষ্টি হয়।

এরপর কুড়িল ফ্লাইওভার পর্যন্ত গাড়ির চাপ থাকলেও যানজট খুব কম সময়ই হয়। ফ্লাইওভারে খিলক্ষেত থেকে একটি লুপ উঠে সেটি বারিধারা সংলগ্ন ৩০০ ফুট সড়কে এবং আরেকটি কুড়িলে নেমেছে।

দেখা যায়, সোজা এয়ারপোর্ট রোডের লোকাল পরিবহনগুলো ফ্লাইওভারে ওঠার মুখেও দাঁড়িয়ে যাত্রী ওঠাচ্ছে। এছাড়াও লুপে ওঠা তুরাগ ও সুপ্রভাত বাসও ধীর গতি হয়ে যায় ফ্লাইওভারে উঠতে। এর ফলে প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা এবং সিটিং বাসগুলোর গতি মন্থর হয়ে যায়। এবং পেছনে দীর্ঘ জট তৈরি হয়।

কথা হয় ট্রাফিক সার্জেন্ট শফিকের সঙ্গে। বাঁশি বাজিয়ে এবং লাঠির আঘাত করে খিলক্ষেত ওভারব্রিজের নিচের রাস্তায় বাসগুলোকে তিনি দাঁড়াতে দিচ্ছিলেন না। তবে ওভারব্রিজ পার হয়েই বাসের গতি আবার মন্থর হয়ে যায় এবং রাস্তার ওপরে দাঁড়িয়েই যাত্রী নেওয়া শুরু করে।

শফিক বঙ্গনিউজকে বলেন, দেখলেন তো, ড্রাইভাররে মারলাম, তারপরও সামনে যেয়ে দাঁড়িয়ে আছে আবার।

এরপরের বড় যানজট রয়েছে বনানী-কাকলী মোড়ে। এখানে চর্তুমুখী রাস্তা হওয়ায় ট্রাফিক সিগন্যালেই সময় কাটাতে হয় এক ঘণ্টার মতো। যে জটের লেজ অনেক সময় আর্মি স্টেডিয়াম পর্যন্ত চলে যায়।

এরপরের মহাজটটি রয়েছে মহাখালী ফ্লাইওভারে ওঠার পথে। বেলা ১১টায় দেখা যায়, এ জট কাকলী মোড় পর্যন্ত। চেয়ারম্যানবাড়ি থেকে শুরু হয়েছে এ ফ্লাইওভারটি। বিমানবন্দর রোডের ফ্লাইওভারে ওঠার পথটি বন্ধ করে রাখে মহাখালী যাওয়া পরিবহনগুলো। ওভারটেক করে ফ্লাইওভারের মুখে বসে যায়।

এতে গাড়ি ফ্লাইওভারে উঠতে না পারায় চেয়ারম্যান বাড়ি থেকে কাকলী পর্যন্ত তৈরি হয় দীর্ঘ জট। এ স্থানে ট্রাফিক কর্তৃপক্ষের কাউকেই দেখা যায়নি।

এ পথের মোটরসাইকেল আরোহী রাশেদ বলেন, অনেক সময়ই ফ্লাইওভার পুরো ফাঁকা থাকে। তবে ওঠার পথ বন্ধ করে রাখে লোকাল বাস এবং প্রাইভেট কারগুলো।

মহাখালী ফ্লাইওভারের নিচে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট জহুরুল বঙ্গনিউজকে বলেন, আমরা এখানে বেশ কয়েকজন ডিউটিতে থাকি। তবে কয়দিক সামলাবো! চালকরা কথা শোনে না। আমাদের দেখলে জোরে চালায়, আবার সামনে গিয়ে ধীর হয়ে যায়।

বিজয় সরণীতে যে যানজট তৈরি হয়, সেটি শাহীনবাগ পর্যন্ত গড়ায়। বিজয় সরণী থেকে তেজগাঁও পর্যন্ত ওভারপাসটিতে ওঠার পথে যানজট নেই। তবে ফার্মগেট, সংসদ ভবন থেকে আসা পথগুলোর সিগন্যালে রয়েছে দীর্ঘজট।

২৭নং বাসের চালক সাইফুল ইসলাম বলেন, এখানে যে ওভারপাস হয়েছে তার জন্যে সিগন্যালের সময় আরো বেড়েছে। আগে এখানে ১৫ মিনিট জ্যামে বসে থাকতে হলেও এখন সেটি এক ঘণ্টা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৩০   ১১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ