রাজধানীতে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু

Home Page » সংবাদ শিরোনাম » রাজধানীতে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু
বুধবার, ২৭ আগস্ট ২০১৪



dhaka_sm_235793946.jpgবঙ্গ-নিউজ: রাজধানীতে পৃথক ঘটনায় তিন জনের মুত্যু। নিহতরা হলেন- সাদ্দাম হোসেন (২২), মো. লিটন (২০) এবং মো. কালাম (২৫)বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে সাদ্দাম হোসেন (২২) কামরাঙ্গিচরের পশ্চিম রসূলপুর, ট্যানারি পুকুরপাড়ে পরিবারের সাথে বাস করতেন।

নিহতের ভাই সেলিম জানান, সাদ্দাম স্ত্রীর সাথে অভিমান করে নিজের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তাকে আহত অবস্থা উদ্ধার করে ঢামেনে নিয়ে আসলে বেলা ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এছাড়া মো. লিটন (২০) উত্তর যাত্রাবাড়িতে অবস্থিত রহমানিয়া অ্যালুমিনিয়ামের কর্মচারী ছিল।

নিহতের সহকর্মী ফারুক জানান, বৃষ্টির সময় কারখানার টিনের চালে উঠে ময়লা পরিস্কার করছিল। হঠাৎ পা পিছলিয়ে সে নিচে পড়ে যায়। এ সময় সে মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে ঢামেকে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অন্যদিকে, মো. কালাম (২৫) শনির আখড়া যাত্রাবাড়ি এলাকার নিজের চায়ের দোকান চালাতো।

নিহতের শ্যালক মো. শরীফ জানান, তিনি সায়দাবাদ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মুসলিম হোটেল গলিতে ফুটপাটে টঙ দোকানে চা বিক্রি করতেন। তার দোকানের পাশে বৃষ্টির পানি জমে। এ পানির মধ্যে বৈদ্যুতিক তারে শর্টসার্কিট লেগে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেকে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মোজাম্মেল হক জানান, তিনটি লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৯:১০   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ