মানুষ ও তার ছায়া

Home Page » এক্সক্লুসিভ » মানুষ ও তার ছায়া
সোমবার, ৬ মে ২০১৩



caaeb08ce7d24006b15b7ebf61f73337.jpgমানুষের নাম আছুয়েন । তিনি একজন সরল ও দয়ালু পুরুষ। চরিত্র অত্যন্ত ভদ্র বলে তাঁর নিয়োগকর্তা মাঝে মাঝে তাঁকে পীড়ন করে থাকেন। তাঁর সহকর্মীরা সব সময়ই তাঁকে বোকা বলে মনে করেন। সুতরাং তিনি অত্যন্ত বিষন্ন হয়ে পড়েন।তিনি মনে মনে ভাবলেন, ‘ যদি আমি খারাপ মানুষের মতো চলাফেলা ও ব্যবহার করি তাহলে তারা হয়তো আমাকে পীড়ন করার সাহাস পাবে না ‘। এভাবে ভাবতে ভাবতে তার মনের প্রেত দয়াকে পরাজিত করে। তিনি মনে মনে তাঁর নিয়োগকর্তা ও সহকর্মীদেরকে প্রতিশোধন করার সিদ্ধন্ত নেন।

এক দিন তিনি তাঁর নিয়োগকর্তার বাসার জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলেন। তিনি তাঁর নিয়োগকর্তার বাসার মূল্যবান জিনিস চুরি করার সিদ্ধান্ত নেন। জিনিসপত্র পেয়ে তিনি মুখে এক ফালি কুতসিত হাসি ফুটে উঠে আবার জালানা দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু সেই সময় তিনি টের পেলেন তাঁর পিছনে একটি কালো ছায়া সব সময় তাঁর সঙ্গে লেগে থাকে। তিনি খুব ভয়ার্ত হয়ে পড়েছেন। কিন্তু চোখ মুছে আবার পিছনের দিকে তাকলেন কিছু নেই। ভয়ার্ত হয়ে তিনি বিদ্যুবেগে সামনের দিকে দোড়াদোড়ি করলেন। তিনি দোড়াদোড়ি থেমে আবার পিছনের দিকে তাললেন , পিছনে কিছু ছিলন না । তিনি মনে মনে ভাবলেন , কি হয়েছে ? ভাবতে ভাবতে আরও বেশি ভয় পেয়েছেন। তিনি চুরি-করা জিনিসপত্র হাতে নিয়ে নিজের বাসায় তাড়াতাড়ি চলে গেলেন।

নিজের বাসা পৌছতে না পৌছতে বাসার সামনে তিনি একটি পাথরের ওপর হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ার মহূর্তে তিনি তাঁর গায়ের পিছনের ছায়া দেখলেন।

তিনি ভয়ার্ত গন্ঠে জিজ্ঞেস করলেন, ‘ তুমি কে? ‘

ছায়াটি মুচকি হেসে বলল, ‘ ভয়ের কিছু নেই। আমি তোমাকে কোন ক্ষতি করবো না, কারণ আমি তোমার ছায়া।’

‘ তুমি কি সত্যই আমার ছায়া ? ‘

‘ জি, আমি তোমার ছায়া।’ কিন্তু এখন আমরা দু’জন বিভক্ত হয়েছি। কারণ তুমি আগের সত মানুষ নয়। তোমার পরিবর্তন হয়েছে। আগে গরীব হলেও তুমি একজন সত মানুষ। তুমি কোন দিন চুরির কাজ করোনি। সুতরাং তখন আমি সব সময় তোমার সঙ্গে থাকতাম। কিন্তু এখন আমি জেলে তোমার সঙ্গে থাকতে চাই না। আজ থেকে তোমার সঙ্গে বিদায় নেই। তুমি ভালভাবে নিজের ওপর যত্ন নাও । আমি এখনই চলে যাচ্ছি’।

‘ হি, এক মিনিট। যেহেতু তুমি আমার ছায়া সেহেতু তুমি কেন আমাকে ছেড়ে চলে যাও? যদি তুমি আমার সঙ্গে না থাকে তাহলে আমি কি একজন সস্পূর্ণ মানুষ?” মানুষটি উদ্বেগের জন্য ছায়াকে জিজ্ঞেস করলেন।

ছায়াটি মাথা নেড়ে উত্তর দিল: ‘ এখন প্রেত তোমার হৃদয়ে দখল করে ফেলেছে। তুমি অল্প সময়ে আমার মতো পুরানো বন্ধুদেরকে বর্জন করবে। যেমন, দয়া, আন্তরিকতা , সরলতা এবং ব্যক্তিত্ব । নি:সন্দেহে ভবিষ্যত এক দিন তুমি আমাকে ছেড়ে দেবেই। সুতরাং তোমার সঙ্গে থাকা আর কোন প্রয়োজন নেই। ‘

ছায়ার কথা শুনে আছুন অত্যন্ত লজ্জা পেয়েছেন। তিনি হাতে এ সব জিনিস মাথার উপর তুলে নিয়ে বললেন, ‘ আমার ভূল হয়েছে, দয়া করে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। আমি এ সব জিনিস ফেরত দেবো।’

তাঁর কথা শুনে ছায়াটি খুব খুশি। সে বলল, ‘ যদি তুমি চুরি-করা সমস্ত জিনিস ফেরত দেবে তাহলে খুব ভাল। এ থেকে বোঝা যায় , প্রেত পুরোপুরি তোমা আত্মে দখল করে নি। তোমার হৃদয়ে আন্তরিকতা এখনও রয়ে আছে। কিঠ আছে আমি তোমার সঙ্গে থাকবো।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৫৩   ৪৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ