দ্রুত বিচার আইনের একটি মামলায় আমান, ফারুক রিজভীসহ ১৪৭ জন অভিযুক্ত

Home Page » প্রথমপাতা » দ্রুত বিচার আইনের একটি মামলায় আমান, ফারুক রিজভীসহ ১৪৭ জন অভিযুক্ত
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০১৪



63_bnppaltan_110313.jpgবঙ্গ-নিউজঃ দ্রুত বিচার আইনের একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুকসহ ২০ দলীয় জোটের ১৪৭ নেতাকর্মীর বিচার শুরু হল।
পল্টন থানার এই মামলায় ঢাকার মহানগর দ্রুত বিচার আদালতের বিচারক তারেক মাইনুল ইসলাম ভূঁইয়া সোমবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এরপর আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করে দেন তিনি। গত বছরের ১১ মার্চ বিএনপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, ভাংচুরের জন্য এই ১৪৭ জনের বিচার হবে।

আসামিদের অন্যতম আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, মামলার অভিযোগপত্রে ১৪৮ জনের নাম থাকলেও ওমর ফারুক নামের এক আসামির মৃত্যু হওয়ায় তাকে বিচার থেকে অব্যাহতি দেয়া হয়।

আসামিদের মধ্যে রিজভী, ফারুক, আমান, বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ ৯৯ জন এদিন আদালতে উপস্থিত ছিলেন।

এরা সবাই নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার প্রার্থনা করেন। এর মধ্যে নবম সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক নিজেকে নির্দোষ দাবি করে সেদিনের ঘটনার জন্য পুলিশকে দায়ী করেন।

“আসলে পুলিশের বিরুদ্ধেই মামলা হওয়া উচিৎ ছিল, অথচ মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে। সেদিন পুলিশ কোনো উস্কানি ছাড়াই ভয়ঙ্কর রকমের মারমুখী হয়ে ওঠে। পুলিশের এহেন আচরণ কোনো সভ্য দেশে আশা করা যায় না।”

আসামিদের মধ্যে অনুপস্থিত ৪৮ জন সময় চেয়ে আবেদন করলেও তা নাকচ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

এদের মধ্যে জসীম উদ্দিন, আবুল হোসেন, আবুল কালাম, মো. সোহেলসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মী রয়েছেন।

গতবছর ১১ মার্চ বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকা থেকে জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

ওই ঘটনায় পল্টন থানায় দুটি মামলা হয়। এর মধ্যে ভাংচুর, বোমাবাজি, ত্রাস সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনের এ মামলায় গতবছর ২৪ মার্চ ১৪৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
রাজনীতির আরো খবর

বাংলাদেশ সময়: ১:৪০:৪৬   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ