নির্বাচন এলে তারা সব ধর্মের ওপর আঘাত হানে

Home Page » জাতীয় » নির্বাচন এলে তারা সব ধর্মের ওপর আঘাত হানে
সোমবার, ২৫ আগস্ট ২০১৪



pm_sm_1_169936458.jpgবঙ্গ-নিউজ: বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন এলে তারা সব ধর্মের ওপরই আঘাত করে। তারা আসলে আঘাতটা করে স্বাধীনতার সপক্ষের শক্তির ওপর।রোববার সন্ধ্যায় গণভবনে শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০১ সালের নির্বাচনের পর কেউ রেহাই পায়নি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান কেউ না। তারা হিন্দুদের ওপর বেশি আঘাত করে। যারা নৌকায় ভোট দেয় তাদের আঘাত করে।

৫ জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এ নির্বাচন ঠেকাতে গিয়ে তারা সাতক্ষীরায় আওয়ামী লীগের ১৭ জন নেতাকর্মীকে হত্যা করেছে। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের আঘাত করেছে। যশোরের অভয়নগরে হিন্দুদের ওপর আঘাত করেছে। রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা করেছে। নির্বাচন এলে তারা সব ধর্মের মানুষের ওপরই আঘাত করে।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা নিজেদের মাটিতে নিজেদের অধিকার নিয়ে, নিজেদের শক্ত অবস্থান নিয়ে এদেশে বাস করবেন।

তিনি আরো বলেন, ৭১ সালের সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। সেদিন পাকিস্তানিদের গুলিতে সব ধর্মের মানুষের রক্ত মিশে একাকার হয়েছিলো।

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সব উৎসব সবাই মিলেমিশে এক হয়ে পালন করছে। ধর্ম যার যার উৎসব সবার।

দেশের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা চাই দেশে শান্তি প্রতিষ্ঠা হোক। শান্তি ছাড়া দেশের উন্নয়ন হয় না।

অনুষ্ঠানে সুরঞ্জিন সেনগুপ্ত হিন্দু নারী ও বিধবাদের সমান অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি বলেন, বিধবা ও নারীদের সমান অধিকার প্রতিষ্ঠার সময় এসেছে। আমাদের এ দায়িত্ব পালনের চিন্তা করতে হবে। বিধবা মায়েদের অধিকার প্রতিষ্ঠার এখন শুভ সময়।

এতে আরো বক্তব্য রাখেন, মেজর জেনারেল (অব.) সিআর দত্ত বীর উত্তম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:২০:৫৪   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ