ইউক্রেনে রুশ ত্রানবহর নিয়ে ক্ষুব্ধ পশ্চিমা বিশ্ব

Home Page » বিশ্ব » ইউক্রেনে রুশ ত্রানবহর নিয়ে ক্ষুব্ধ পশ্চিমা বিশ্ব
শনিবার, ২৩ আগস্ট ২০১৪



ইউক্রেনে রা140822083127_kamaz_guard_ukrainian_russian_border_304x171_epa_nocredit.jpgশিয়ার পাঠানো ত্রানবহর

বিনা অনুমতিতে ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাশিয়া ত্রানবহর পাঠানোয় পশ্চিমা শক্তিসমূহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

যুক্তরাষ্ট্র একে ইউক্রেনের সার্বভৌমত্বে জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছে, এবং মস্কোকে তার ত্রানবাহী দল ফেরত নেবার আহ্বান জানিয়েছে।
সম্পর্কিত বিষয় অন্যথায় রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুশিয়ারি দিয়েছে।

ত্রানবহর সরিয়ে নেবার জন্য আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।

প্রায় ১০০টি গাড়ি নিয়ে যে ত্রাণ বহর পাঠিয়েছে রাশিয়া, সেটিতে অস্ত্র ও যুদ্ধ-সরঞ্জাম রয়েছে এবং পূর্বাঞ্চলের বিদ্রোহীদের সাহায্য করতেই এগুলো পাঠানো হয়েছে বলে অভিযোগ ইউক্রেনের।

কিন্তু রাশিয়া বলছে, অস্ত্র নয় ঐ বহরে তারা খাবার ও পানীয় পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, এর মাধ্যমে রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে।

যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার বেন রোডেস বলেছেন, গাড়ি বহর সরিয়ে না নিলে রাশিয়া আরো নিষেধাজ্ঞার মুখে পড়বে।

অন্যদিকে, নেটো বলেছে, রাশিয়ার এই আচরণের ফলে সংকট আরো বাড়বে।

রাশিয়ার পাঠানো ত্রাণবাহী লরির প্রথম অংশ গতকাল বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহআনস্ক-এ পৌঁছেছে।

উদ্ভূত এই পরিস্থিতিতে এক জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বাংলাদেশ সময়: ১৫:২৫:০৩   ৩৬৬ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ