১২ কেজি ৩০০ গ্রাম সোনার বারসহ দুইজনকে আটক

Home Page » জাতীয় » ১২ কেজি ৩০০ গ্রাম সোনার বারসহ দুইজনকে আটক
শনিবার, ২৩ আগস্ট ২০১৪



image_67569_0.jpgডেস্ক রিপোর্টঃরাজধানীর কমলাপুর স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি ৩০০ গ্রাম সোনাসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে ট্রেন ও বিমান যাত্রীর দেহ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের পরিদর্শক কাজী আক্তারুজ্জান জানান, সকাল ৬টার দিকে মালয়েশিয়া থেকে বিজি-০৮৭ নম্বর ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছে। এ সময় গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আল আমিন নামের এক যাত্রীর দেহ তল্লাশি করে শুল্ক বিভাগ। তাকে তল্লাশি করে এক কেজি ওজনের পাঁচটি, ৫০০ গ্রামের একটি ও ১০০ গ্রাম ওজনের ১৮টি বারসহ মোট ৭ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
এদিকে, সকাল ৭টার দিকে কমলাপুর স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেসের এক যাত্রীর কাছ থেকে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশন থেকে ১২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ দু’জনকে আটক করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৩০০ গ্রাম স্বর্ণবারসহ আল আমিন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মালয়েশিয়া থেকে বিজি-০৮৭ নম্বর ফ্লাইটে শুক্রবার সকাল ৬টায় তিনি শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।
এ সময় তাকে তল্লাশি করে এক কেজি ওজনের পাঁচটি, ৫০০ গ্রামের একটি ও ১০০ গ্রাম ওজনের ১৮টি বারসহ মোট ৭ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। আটক আল আমিনের বাবার নাম বাসিদ মিয়া, পাসপোর্ট নম্বর এডি-৮৬৬৮৬৫২। শুল্ক গোয়েন্দা বিভাগের পরিদর্শক কাজী আক্তারুজ্জান দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, সকালে চট্টগ্রাম থেকে তূর্ণা নিশীথা এক্সপ্রেস কমলাপুর স্টেশনে আসার সঙ্গে সঙ্গে পুলিশ তল্লাশি শুরু করে।
এ সময় যাত্রী শাহীনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ট্রেন থেকে নামিয়ে তার দেহ তল্লাশি করে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। ওসি জানান, সোনাগুলোর প্রায় পাঁচ কেজি, যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৪০ লাখ টাকা। শাহীনকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ৯:৩৭:১১   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ