সৃজনশীল অন্যরকম ভবন-১

Home Page » এক্সক্লুসিভ » সৃজনশীল অন্যরকম ভবন-১
শুক্রবার, ২২ আগস্ট ২০১৪



বঙ্গ-নিউজ

building_471760263.jpgবঙ্গ-নিউজু : শিল্পীর ছোঁয়া যেখানে পড়ে সেটাই জীবন্ত আর সুন্দর হয়ে ওঠে। তা সে ছাইগাদা হোক কিংবা নিরস ইট-কাঠ-পাথর।

স্থপতিরাও শিল্পী। নজরকাড়া নকশায় ফুটিয়ে তোলেন তাদের স্থাপত্যকর্ম। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছে তাদের সৃজনশীল কাজের নমুনা।

দেখে নেওয়া যাক তাদের জাদুকরী স্পর্শে সাধারণ ঘরবাড়ি কেমন বিস্ময়ের জন্ম দেয়।

এরকম ভুবনভোলানো সৃজনশীল ভবনের প্রথম পর্বে আজ থাকছে পাঁচটি।

দ্য বারকোড বিল্ডিং
রাশিয়ার সেইন্ট পিটর্সবার্গে অবস্থিত এ ইনডোর শপিং সেন্টার দর্শনেই তার উদ্দেশ্য ও চারপাশ সম্পর্কে ধারণা দেয়।

দ্য ব্লু বিল্ডিং
হল্যান্ডের রটারডামের এ ভবনটি শহর কর্তৃপক্ষ গুঁড়িয়ে দিয়ে নতুন কিছু তৈরি করার পরিকল্পনা করে। এটি করার জন্য তারা একটি স্থানীয় আর্ট ফার্মকে দায়িত্ব দেয়। নতুন কিছু বানানোর আগ পর্যন্ত ভবনে নগরের প্রতিমূর্তি স্বরূপ আকাশি রং মেরে দেন তারা।

দ্য লঙ্গাবার্জার বাসকেট বিল্ডিং
ঝুড়ি আকারের এই অনন্য ভবনটি অবস্থিত যুক্তরাষ্ট্রের ওহিও শহরে। লঙ্গাবার্জার কোম্পানির প্রধান দপ্তর হিসেবে এটি ব্যবহৃত হয়। আসলে তারা ঝুড়িই বানায়।

দ্য ক্যানসাস সিটি লাইব্রেরি
ভবনটি বানানো হয় একটি বইয়ের তাকের মতো করে। এতে করে বোঝা যায় ভেতরে আসলে কী পাওয়া যায়। লাইব্রেরিটি অবস্থিত যুক্তরাষ্ট্রের মিসৌরি শহরের ক্যানসাস সিটিতে।

দ্য ক্যাপিটাল গেট
বাঁকানো এ ভবনটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত। এটি একটি বিস্ময়জাগানিয়া ‍হোটেল। এর ব্যতিক্রমী আকৃতির কারণেই এটি পর্যটকদের মনোযোগ কেড়ে নেয়।
-

বাংলাদেশ সময়: ১০:৩৯:২০   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ