ডাচ দলে ফিরলেন ফন ডার ফার্ট

Home Page » খেলা » ডাচ দলে ফিরলেন ফন ডার ফার্ট
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০১৪



বঙ্গ-নিউজঃদ্বিতীয় মেয়াদে স্বদেশের দায়িত্ব নিয়েই অভিজ্ঞ মিডফিল্ডার রাফায়েল ফন ডার ফার্টকে দলে ফেরালেন কোচ গাস হিডিঙ্ক। আর সাবেক কোচ লুইস ফন গালের ২৩ সদস্যের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার ইয়োনাথন ডে গুসমান ও ডিফেন্ডার টেরেন্স কঙ্গোলো।আগামী মাসে ইতালির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি।ব্রাজিল বিশ্বকাপের পর লুইস ফন গালের জায়গায় নেদারল্যান্ডসের কোচ হিসেবে যোগ দেন ৬৭ বছর বয়সী হিডিঙ্ক। আগামী ৫ সেপ্টেম্বর ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচের চার দিন পর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ইউরো বাছাইয়ের লড়াইয়ে নামবে ডাচরা।

২০১৩ সালের নভেম্বর থেকে জাতীয় দলের হয়ে আর খেলেননি ৩১ বছর বয়সী ফন ডার ফার্ট। দেশের হয়ে শেষ ১২ ম্যাচে সাত গোল করেছিলেন তিনি।

হামবুর্গের এই খেলোয়াড় ছাড়াও হিডিঙ্কের দলে ডাক পাওয়া অন্য তিন খেলোয়াড় হলেন- এরিক পিটার্স, গ্রেগরি ফন ডার ভিল ও ইয়েরুন জুট।

নেদারল্যান্ডস দল:

গোলরক্ষক: ইয়াসপার সিলেসেন (আয়াক্স), টিম ক্রুল (নিউক্যাসল), মিশেল ভরম (সোয়ানসি), ইয়েরুন জুট(পিএসভি)।

ডিফেন্ডার: ডালে ব্লিন্ড (আয়াক্স), ইয়োয়েল ভেল্টমান (আয়াক্স), স্টেফান ডা ভ্রেই (লাৱসিও), ডারিল ইয়ানমাত (নিউক্যাসল ইউনাইটেড), ব্রুনো মার্টিন্স (পোর্তো), পল ভেরহাফ (অগসবুর্গ), রুন ভ্লার (অ্যাস্টন ভিলা), এরিক পিটার্স (স্টোক সিটি), গ্রেগরি ফন ডার ভিল (পিএসজি)।

মিডফিল্ডার: ইয়োর্ডি ক্লাসি (ফেইয়েনুর্ড), নাইজেল ডি ইয়োং (এসি মিলান), লেরোয় ফের (নরিচ), আরিয়েন রবেন (বায়ার্ন মিউনিখ), ভেসলি স্নেইডার (গালাতাসারাই), রাফায়েল ফন ডার ফার্ট (হামবুর্গ), ভাইনালডাম (পিএসভি)।

ফরোয়ার্ড: মেমফিস ডিপাই (পিএসভি), ক্লাস-ইয়ান হুন্টেলার (শালকে), ডির্ক কুইট (ফেনারবাচে), জেরেমেইন লেন্স (ডায়নামো কিয়েভ), রবিন ফন পের্সি (ম্যানচেস্টার ইউনাইটেড)।

বাংলাদেশ সময়: ১০:০৬:৫২   ৫২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ