অদম্য মা ও মেধাবী ছেলের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়

Home Page » এক্সক্লুসিভ » অদম্য মা ও মেধাবী ছেলের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০১৪



10252f7e4995e6c185e075e9e78dbcce-21.jpgবঙ্গ-নিউজঃ মা চায়না খাতুন ছেলের পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় মুঠোফোনে রেকর্ড করেন। সেই রেকর্ড শুনে তা আত্মস্থ করেন ছেলে দৃষ্টিহারা আবদুল্লাহ। দুই বছর এভাবে পড়ে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তিনি l ছবি: প্রথম আলোকুষ্টিয়ার ‘অদম্য মা, মেধাবী ছেলে’-এর জন্য অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এ ছাড়াও ভর্তি-সংক্রান্ত যাবতীয় খরচ বহন ও বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলে তার পড়ার খরচ বাবদ মাসিক সরকারি উপবৃত্তি ও অনুদান দেওয়ার ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে।আজ বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ প্রথম আলোর প্রথম পাতায় ‘অদম্য মা, মেধাবী ছেলে’ শিরোনামে প্রতিবেদনটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের দৃষ্টিগোচর হয়। বিষয়টির প্রতি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মন্ত্রী এ বিষয়ে একজন সাধারণ মায়ের অসাধারণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরে মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সে অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে মেধাবী শিক্ষার্থী আবদুল্লাাহ আল শাইমকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তার জন্য তাত্ক্ষণিকভাবে সমাজকল্যাণ পরিষদ থেকে ১০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আগামী ১৫ অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসে এই অদম্য মা ও মেধাবী ছেলেকে আনুষ্ঠানিক সম্মাননা দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে আজ সকালে নারী শিল্প-উদ্যোক্তা, পাবনার অন্যতম শিল্পপ্রতিষ্ঠান ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন কুষ্টিয়ায় গিয়ে এই মা ও ছেলের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি তাঁদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। আবদুল্লাহ যতদিন পড়াশোনা করতে চান, ততদিন তাঁর যাবতীয় পড়াশোনার খরচ বহন করবেন বলে জানান এই নারী উদ্যোক্তা। এ সময় মা চায়না খাতুন তাঁর শারীরিক সমস্যার কথা বললে তাঁরও চিকিত্সার খরচ বহন করারও আশ্বাস দেন সোহানী।

সুত্রঃ প্রথম আলো

বাংলাদেশ সময়: ৯:২৪:৪৭   ৫২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ