গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আ.লীগের কর্মসূচি

Home Page » আজকের সকল পত্রিকা » গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আ.লীগের কর্মসূচি
বুধবার, ২০ আগস্ট ২০১৪



image_67041_0.jpgডেস্ক রিপোর্টঃ
২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আগামীকাল বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

২১ আগস্ট বৃহস্পতিবার বিকেল চারটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল। এর আগে অস্থায়ী বেদিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও এসব কর্মসূচিতে যোগদান দিবেন।

কর্মসূচির মধ্যে আরো রয়েছে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহতদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ এবং আলোচনা সভা।

আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এসব তথ্য জানিয়েছেন।

এ দিবস পালনের জন্য আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সব জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড শাখার নেতৃবৃন্দের দিবস পালনের আহ্বান জানান।

২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সময় গ্রেনেড হামলা চালানো হয়। সে হামলায় বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। তবে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভী রহমানসহ ২৪ জন নেতা-কর্মী প্রাণ হারান। আহত হন সাংবাদিকসহ অসংখ্য নেতা-কর্মী।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৪১   ৪৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ