সেরা কৃষক বরিশালের আসাদ ও ফরিদপুরের আলিয়া

Home Page » এক্সক্লুসিভ » সেরা কৃষক বরিশালের আসাদ ও ফরিদপুরের আলিয়া
বুধবার, ২০ আগস্ট ২০১৪



s54565bg_790541323.jpgবঙ্গ-নিউজ: দেশের কৃষি খাতে বিশেষ অবদান রাখার জন্য পঁচটি শ্রেণীতে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাগ্রো অ্যাওয়ার্ড’ দিয়েছে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্তৃপক্ষ।এতে পুরুষ বিভাগে সেরা কৃষকের পুরস্কার পেয়েছেন বরিশালের খান আসাদুজ্জামান আসাদ। আর নারী বিভাগে সেরা কৃষক পুরস্কার পেয়েছেন ফরিদপুরের আলিয়া বেগম।

মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কৃষি পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, সরকার কৃষি খাতে নানা ভাবে সহায়তা দিচ্ছে। বিভিন্ন সমস্যার মধ্যেও সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। এ অর্জনকে আমাদের সবার স্বীকার করতে হবে।

এছাড়া আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম ম্যাককেইব, ব্র্যান্ডজিল ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সিইও শরিফুল ইসলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান বিটপি দাশ চৌধুরী প্রমুখ।

পাঁচ শ্রেণীতে দেওয়া পুরস্কারের মধ্যে পুরুষ কৃষক হিসেবে সেরা পুরস্কার পেয়েছেন বরিশালের খান আসাদুজ্জামান। মৎস্য ও ফল চাষ এবং দুগ্ধশিল্পে বৈচিত্র্য আনার স্বীকৃতিস্বরুপ তাকে এই পুরস্কার দেওয়া হয়।

আর পোল্ট্রি বা হাঁস-মুরগি, দুগ্ধ ও গবাদি পশুর খামার করে বিশেষ অবদান রাখার জন্য নারী হিসেবে সেরা এ পুরস্কার লাভ করেন ফরিদপুরের আলিয়া বেগম।

এছাড়া উদ্ভাবন ও গবেষণা শ্রেণীতে সেরা সহযোগী প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান (বারি)। এই শ্রেণীতে লাল তীর সীড লিমিটেডকে ‘অনারেবল মেনশন’ পুরস্কার দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি গবেষণা ও উৎপাদনসহ দেশব্যাপী সবজি বীজ সরবরাহ বা বিতরণে অবদান রাখার জন্য পুরস্কারটি লাভ করে।

সহায়তা ও বাস্তবায়নে সেরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে আলিম ইন্ডাস্ট্রিজ। বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতির ব্যবহার সহজ করে তোলার জন্য আলিম ইন্ডাস্ট্রিজ পুরস্কারটি পায়।

এ সব যন্ত্রপাতির মধ্যে রয়েছে পাওয়ার থ্রেশার বা মাড়াই কল, ভেন্টিলেটিং ড্রায়ার বা শস্য শুকানোর যন্ত্র ও রাইস রিপার বা ধান কাটার যন্ত্র ইত্যাদি।

কৃষিপণ্য রপ্তানিতে সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। এ প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও জাপানের মতো উন্নত অনেক দেশে নানা বৈচিত্র্যপূর্ণ পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে থাকে।

বাংলাদেশ সময়: ৯:১২:৪৪   ৫৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ