একটি মধ্যযুগ চাই

Home Page » সাহিত্য » একটি মধ্যযুগ চাই
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০১৪



❑ মোঃ ফয়সাল মাহমুদ আব্দুল্লাহ ©

আমি একটি মধ্যযুগীয় প্রেম করবো

এক মধ্যযুগীয় মণ নিয়ে ।

তাই,একজন মধ্যযুগীয় রমণী চাই

যার রুপের বর্ণনা দিতে গিয়ে সকল মধ্যযুগের কবিরা ব্যর্থ হয়েছিলেন

এমন একজন রমণী চাই,যে প্রতিদিন একটি করে চিঠি আমার জন্য ডাকবাক্সে ফেলবে ,আর আমার চিঠির অপেক্ষায় প্রহর গুনবে ;

এই যুগের ফোনালাপের প্রেম আমার জন্য নয়

আমাদের কথা হবে না

চোখে চোখে আড়াআড়ি হবে না

একসাথে বসে প্রেম বাসনা হবে না

বলা হবে না “জান-জানু–বেবি বা লক্ষ্মীসোনা”

কিংবা পার্কের বেঞ্চিতে হবে না কোনও খুনসুটি ।

মধ্যযুগের উপমহাদেশগুলির মতো

আমাদের মণের মধ্যে যুদ্ধ হবে

আমরা হবো পৃথক পাহাড়

তবু আমাদের মধ্যেও আবার সমজোতা হবে

আমাদের যতো খুনসুটি-মান-অভিমান সবি চিঠিতে হবে ।

আমরা রাগ করবো–ঝগড়া করবো তবু চিঠি লেখা বন্ধ হবে না ।

আমাদের এক একটি চিঠি হবে এক একটি মহাকাব্য

এক একটি চিঠি হবে কতো সহস্র রজনীর প্রতিনিধি ।

আমরা শহীদ হবো;ভালোবাসার জন্য শহীদ ।

যুগে যুগে আমাদের জন্য  স্মৃতি পলক হবে

আধুনিক থেকে উত্তরাধুনিক যুগের প্রেমিকেরা আমাদের মতো মধ্যযুগের গদ্য রচনা করবে ।

আমরা হবো আধুনা মধ্যযুগীয় যুগল ।

আমি একটি মধ্য যুগ চাই

আমি একটি কুলসিত বর্বর আধুনিক যুগের বদলে একটি মধ্যযুগ চাই ।

আমি একটি মধ্যযুগের লাইলি-মজনু চাই ।।

বাংলাদেশ সময়: ০:০৭:১৭   ৪৭৩ বার পঠিত  




সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ