ছড়াকার ওবায়দুল গনি চন্দন মারা গেছেন

Home Page » মুক্তমত » ছড়াকার ওবায়দুল গনি চন্দন মারা গেছেন
শনিবার, ১৬ আগস্ট ২০১৪



obaedulganichandan.jpgবঙ্গ-নিউজঃ ছড়াকার-সাংবাদিক ওবায়দুল গনি চন্দন আর নেই। শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
ওবায়দুল গণি দৈনিক মানবকণ্ঠের ফিচার এডিটর ছিলেন। তার বয়স হয়েছিল ৪২ বছর। তার পৈত্রিক বাড়ি ময়মনসিংহের নান্দাইলে, তবে ছেলেবেলা থেকেই তিনি ঢাকায় থাকতেন।

তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন, সম্প্রতি ফুসফুসে পানি জমার পর তিনি হাসপাতালে চিকিৎসা নেন বলে মানবকণ্ঠের প্রধান প্রতিবেদক সোহেল হায়দার জানিয়েছেন।

সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে কলাবাগানে এক বন্ধুর বাসায় গিয়েছিলেন চন্দন। সেখানে অসুস্থ পড়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা বলেন, সব শেষ।”

সহকর্মীরা জানান, মানবকণ্ঠে জোহরের নামাজের পর জানাজা শেষে ওবায়দুল গনি চন্দনের মরদেহ নেয়া হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সেখানে শ্রদ্ধা জানানোর পর তাকে দাফন করা হবে।

ওবায়দুল গণি চন্দনের স্ত্রী রুবিনা মোস্তফা এসএ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক। তাদের একটি ছেলে রয়েছে।

ওবায়দুল গণি এর আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বাংলাভিশন, বৈশাখী টেলিভিশনে কাজ করেন। তিনি রম্য সাময়িকী কার্টুন-এ এক সময় কাজ করতেন। কিশোর তারকালোকেও কাজ করেছেন এই ছড়াকার।

তার প্রকাশিত ছড়ার বইয়ের সংখ্যা ২২টি। এর মধ্যে রয়েছে ‘কান নিয়েছে চিলে’, ‘আমার মানুষ গান করে’, ‘থাকছি ঢাকায় সবাই ফাইন চারশো বছর চারশো’, ‘আঙুল ফুটে বটগাছ’, ‘লেবেন ডিশের লেবেনচুষ’, ‘ভ্যাবলা ছেলে ক্যাবলাকান্ত’, ‘সবুজ সবুজ মনটা অবুঝ’।

ছড়ার জন্য ২০০০ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পান ওবায়দুল গনি চন্দন।

ছড়ার পাশাপাশি তিনি ছোটগল্প, গান ও টিভি নাটকও লিখতেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৪২   ৪৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মুক্তমত’র আরও খবর


পাণ্ডুলিপি প্রকাশনের বাইশটি বছর : সোনালি অভিযাত্রায় স্বর্ণালি পালক মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল)
দেশ ছাড়ছেন, তবু রাশিয়ানরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে না ?
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: শেষ পর্ব- স্বপন কুমার চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: পর্ব-২: স্বপন চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা -স্বপন চক্রবর্তী
১৫ হাজার রুশ সেনার মৃত্যু: উইলিয়াম বার্নস
প্রধানমন্ত্রী পুত্র-কন্যা সহ সেতু পারি দিয়ে গোপালগঞ্জ গেলেন
ঐতিহাসিক ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ: প্রধানমন্ত্রী
শনিবার দেশে আনা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর লাশ
জাতীয় কবি কাজী নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী

আর্কাইভ