জাতীয় শোক দিবসের প্রস্তুতি যুক্তরাষ্ট্রে

Home Page » আজকের সকল পত্রিকা » জাতীয় শোক দিবসের প্রস্তুতি যুক্তরাষ্ট্রে
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০১৪



image_66064_0.jpgডেস্ক:বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫ অগাস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় শোক দিবসে যুক্তরাষ্ট্রে বিভিন্ন কর্মসূচি পালনে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন প্রবাসীরা। ১৫ অগাস্ট নিউ ইয়র্ক রাজ্যের জ্যাকসন হাইটস এবং ব্রুকলিনে হবে প্রধান অনুষ্ঠানগুলো।

প্রবাসের অর্ধশতাধিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সর্বজনীন জাতীয় শোক দিবস উদযাপন কমিটি’ জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার অনুষ্ঠানটি আয়োজন করবে।

কমিটির আহ্বায়ক ড. নূরুন্নবী বলেন, “এদিন ডাইভার্সিটি প্লাজায় জাতির জনকের প্রতিকৃতি স্থাপন করে সর্বস্তরের প্রবাসীরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এবং মোনাজাত করবেন।”এছাড়া, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব কর্মসূচি চলবে বলে জানিয়েছেন উদযাপন কমিটির সদস্য-সচিব জাকারিয়া চৌধুরী।

ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় নোয়াখালী ভবনের সামনের সড়কদ্বীপে শোক দিবসের কর্মসূচি হাতে নিয়েছে নিউ ইয়র্ক আওয়ামী লীগ।সংগঠনটির সভাপতি নূরনবী কমান্ডার বলেন, “১৫ অগাস্টের কাল রাতে নিহত বঙ্গবন্ধুসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিল, বিশেষ মোনাজাতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হবে।”

এসব অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-আঞ্চলিক-পেশাজীবী সংগঠনের লোকজন অংশ নেবেন। থাকবেন কবি-সাহিত্যিক-সাংবাদিক-লেখক এবং শিল্পীরাও।শোক দিবসকে ঘিরে জাতিসংঘে বাংলাদেশ মিশনের ‘বঙ্গবন্ধু মিলনায়তন’ এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ভবনের ‘বঙ্গবন্ধু মিলনায়তনে’ও ধর্মীয় কর্মসূচির পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের পৃথক পৃথক কর্মসূচি নিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, মিশিগান, ইলিনয় রাজ্যেও জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৫৪   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ