নিয়ন্ত্রণের নামে অনলাইন নীতিমালা স্বাধীনতাকে খর্ব করবে

Home Page » জাতীয় » নিয়ন্ত্রণের নামে অনলাইন নীতিমালা স্বাধীনতাকে খর্ব করবে
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০১৪



sultana-kamal.jpgবঙ্গ-নিউজঃ হোটেল অবকাশ থেকে: বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল নিয়ন্ত্রণের নামে সরকার এর নীতিমালা করতে যাচ্ছে। আর নিয়ন্ত্রণের নামে অনলাইনের জন্য আলাদা নীতিমালা এখানকার সাংবাদিকতার স্বাধীনতাকে খর্ব করবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল অবকাশের ব্যাস্কুয়েট হলে টিআইবি কর্তৃক আয়োজিত সম্প্রচার নীতিমালার ওপর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৪’-এর খসড়া তৈরি হয়েছে। সম্প্রচার নীতিমালার সঙ্গে মিল রেখে অনলাইন গণমাধ্যমের জন্যও বেশ কিছু বিধিনিষেধ আরোপ হয়েছে এ খসড়ায়।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে সুলতানা কামাল বলেন, যে খসড়া তৈরি হয়েছে তা বাস্তবায়ন হলে তার বেশকিছু ধারা অনলাইন গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করবে।

তিনি বলেন, অনলাইন নিউজ পোর্টালের জন্য দেশে আলাদা নীতিমালা বা আইনের প্রয়োজন নেই। প্রচলিত আইনেই এর ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার জন্য নীতিমালার কথা বলা হলেও মূলত গণমাধ্যমের নিয়ন্ত্রণের জন্যই এগুলো করছে সরকার।

এ সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সম্প্রচার নীতিমালার বেশ কিছু ধারা সংবিধান, মানবাধিকার এবং তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। আর তাই এ নীতিমালার নেতিবাচক ধারাগুলো সংশোধনের প্রয়োজন।

তিনি বলেন, সম্প্রচার নীতিমালা বাস্তবায়নে স্বচ্ছ কমিশন গঠন করতে হবে। এ নীতিমালার বেশ কিছু ধারা ইতিবাচক হলেও এমন অনেক ধারা রয়েছে যা গণমাধ্যমের জন্য বেশ হুমকির।

তিনি বলেন, মন্ত্রিসভায় পাস হওয়া এই সম্প্রচার নীতিমালার তৃতীয় অধ্যায়ে সংবাদ ও অনুষ্ঠান অংশের ৩.২.১ ধারায় উল্লেখ রয়েছে সরাসরি বা বিজ্ঞাপনের মাধ্যমে দেশবিরোধী কিংবা জনস্বার্থবিরোধী কিছু প্রদর্শন করা যাবে না। কিন্তু এ ধারাটিতে দেশবিরোধী কিংবা জনস্বার্থবিরোধী বিষয়গুলো কি কি তার সুস্পষ্ট বলা নেই।

ধারাটিতে দেশবিরোধী বা জনস্বার্থবিরোধী বিষয় নিয়ে সুস্পষ্ট কোনো ধারণা না থাকায় এতে সরকার বা ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালায় বলা হয়েছে সরকারি কর্মকর্তাদের মানহানি হয় এমন কিছু প্রদর্শন করা যাবে না। তার মানে কি যারা দুর্নীতি করবেন তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না?

আর এ রকম বেশ কিছু সাংঘর্ষিক বিষয়ে ড. ইফতেখারুজ্জামান জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
আর জাতীয় সম্প্রচার নীতিমালায় বেশকিছু বিষয় অস্পষ্ট রয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ ও অনুষ্ঠান উপস্থাপনা করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক রিজওয়ান-উল-আলম।
- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/314892.html#sthash.HmyuK4mC.dpuf

বাংলাদেশ সময়: ১৫:৩২:৪০   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ