‘প্রাণের বীণায় যে গান বাজে’

Home Page » ফিচার » ‘প্রাণের বীণায় যে গান বাজে’
বুধবার, ১৩ আগস্ট ২০১৪



10547780_10202536503594185_1274000813308964911_o.jpgবঙ্গ-নিউজ প্রতিনিধিঃ ঢাকার উত্তরাস্থ ‘বাংলাদেশ মিউজিক রিসার্চ একাডেমি’ (বিএমআরএ) প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সঙ্গীত নিয়ে গবেষণা ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিগত ৮ আগষ্ট ২০১৪ ইং শুক্রবার একাডেমির ব্যবস্থাপনায় শুরু করে নিয়মিত বাংলা গানের আসর ‘প্রাণের বীণায় যে গান বাজে’। প্রথম পর্বের অনুষ্ঠানে পাঁচ জন নির্ধারিত অতিথী শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। তারা হলেন : সঙ্গীত শিল্পী নাহিদা পারভীন, সুমন হাফিজ, মিতু রাণী কর্মকার, সাইফুল ইসলাম ও পূজন দাস। রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনের বিশেষ স্মৃতি বহন করে বলেই আগষ্ট মাসের অনুষ্ঠানটি রবীন্দ্র ও নজরুল সঙ্গীত দিয়ে সাজান হয়। অনুষ্ঠানটিতে প্রথমেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী নাহিদা পারভীন। তিনি একে একে পরিবেশন করেন : তোমায় গান শোনাব, সখি ভাবনা কাহারে বলে, সে আমার গোপন কথা, প্রাণ চায় চক্ষু না চায় গানগুলি। তারপর, সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুমন হাফিজ। তিনি শোনান বিভিন্ন পর্যায়ের নজরুল সঙ্গীত : আধখানা চাঁদ হাসিছে আকাশে, ভেসে আসে সুদূর স্মৃতির সুরভী হায় সন্ধ্যায়, বলেছিলে তুমি তীর্থে আসিবে, আসল যখন ফুলের ফাগুন। এরপর শিল্পী মিতু রাণী কর্মকার পরিবেশন করেন : চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, না চাহিলে যারে পাওয়া যায়, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমি চিনি গো চিনি তোমারে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলি। শিল্পী সাইফুল ইসলাম পরিবেশন করেন : বঁধু তোমার আমার এই যে বিরহ, আমায় নহে গো ভালবাস, নহে নহে প্রিয়, আমার আপনার চেয়ে আপন যে জন -এসব বিখ্যাত নজরুল সঙ্গীত। অনুষ্ঠানের সর্বশেষ শিল্পী ছিলেন পূজন দাস। তার কন্ঠে নজরুলের অসাধারণ কিছু গান শোনা যায় : ফিরিয়া যদি সে আসে, আবার ভালবাসার সাধ জাগে, আমার কোন কুলে, আমি যেদিন রইবনাগো। অনুষ্ঠানে বাদ্যযন্ত্রীদের মধ্যে তবলায় বিণয় সরকার, কী-বোর্ডে সঙ্গীত পরিচালক তমাল হাসান, পারকেশনে উজ্জ্বল, গীটারে জয় সিনহা ও অ্যান্থনী শিল্পীদের গানে সংগত করেন। মন্ত্রমুগ্ধভাবে দর্শক-শ্রোতাবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠান সমাপ্তিতে উপস্থিত বিশিষ্টজনেরা উক্ত নিয়মিত বাংলাগানের সঙ্গীতানুষ্ঠান ‘প্রাণের বীণায় যে গান বাজে’ -এর সাফল্য কামনা করেন এবং শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৬:২২:০৮   ৪৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ