সংঘবদ্ধ প্রতারক চক্রের প্রধান আলম সহযোগীসহ আটক

Home Page » সংবাদ শিরোনাম » সংঘবদ্ধ প্রতারক চক্রের প্রধান আলম সহযোগীসহ আটক
সোমবার, ১১ আগস্ট ২০১৪



: রাজধানীর বংশাল থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের প্রধান শাহ আলম খান (৫০) ও তার প্রধান সহযোগী কামরুজ্জামান ফারুককে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব।সোমবার সকালে বংশাল থানার হাজি ওসমান গণি রোডে অবস্থিত ঢাকা হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহ আলমের বিরুদ্ধে ৪টি হত্যাসহ ১১টি মামলা রয়েছে।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার রাইহান উদ্দীন খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাবের এই কর্মকর্তা  বলেন, প্রায় ১ যুগ ধরে ঢাকা শহরসহ সারাদেশে বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছ থেকে অভিনব কায়দায় প্রতারণা করে শত শত কোটি টাকা আত্মসাৎ করে আসছেন শাহ আলম। প্রতারণা করার সময় তিনি বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়ে থাকেন এবং এই প্রতারণার কাজে তিনি একটি সংঘবদ্ধ দলকে ব্যবহার করেন। কখনো তিনি তার দলের লোকদের জ্বীনের বাদশা সাজিয়ে, কখনো তাদের অন্ধ সাজিয়ে প্রতারণা করে থাকেন।

অপারেশন অফিসার রাইহান উদ্দীন খান জানান, শাহ আলম নিজের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোটি টাকার দুর্লভ ধাতব মুদ্রা রয়েছে দাবি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। এই মুদ্রা বিক্রির কথা বলে তিনি ঢাকা শহরের সৌখিন ধনী লোকদের কাছে প্রস্তাব পাঠান। ছলে-বলে-কৌশলে তাদের কাছ থেকে মোটা অংকের টাক‍া কখনো বা বাড়ি পর্যন্ত হাতিয়ে নেয়।

ঢাকা সিটি কলেজের ইংরেজি শিক্ষক মোফাজ্জল হোসেনের কাছে প্রতারণার মাধ্যমে মুদ্রাটি ৩ কোটি টাকার বিনিময়ে বিক্রিও করে দেন শাহ আলম। পরে শিক্ষক মোয়াজ্জেম হোসেন মুদ্রাটি সাধারণ কোনো মুদ্রা বিষয়টি ব‍ুঝতে পারলেও পালিয়ে যান প্রতারক শাহ আলম।

এছাড়া গত বছরের ২০ সেপ্টেম্বর সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এমএ কাশেমের কাছ থেকে তার বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে সুস্থ করার কথা বলে ১ কোটি ৬৫ লাখ টাকা হাতিয়ে নেন। এসময় তিনি নিজেকে জিনের বাদশা পরিচয় দেন।

এছাড়া অপহরণের পর মুক্তিপণ দাবি ও হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ পর্যন্ত শাহ আলমের বিরুদ্ধে ১১টি মামলা চলমান রয়েছে বলেও জানান ৠাবের ওই কর্মকর্তা। এর মধ্যে ৪টি হত্যা, ২টি অপহরণসহ মুক্তিপণ আদায়, ৩টি প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলা এবং ২টি চাঁদাবাজির মামলা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তারা।
-

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫১   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ