দুর্গাপুরে বিএনপি‘র উপজেলা ও পৌর শাখার কাউন্সিলের বিরুদ্ধে অপর অংশের সংবাদ সম্মেলন

Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে বিএনপি‘র উপজেলা ও পৌর শাখার কাউন্সিলের বিরুদ্ধে অপর অংশের সংবাদ সম্মেলন
সোমবার, ৪ আগস্ট ২০১৪



bnp-pic.jpgস্টাফ রিপোর্টার,সুসঙ্গ দুর্গাপুর (নেত্রকোনা)
গত ২ আগস্ট দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিল। এর জন্য দুর্গাপুর পৌর অডিটরিয়াম ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু আকস্মিকভাবে আগের দিন রাতে ছাত্রলীগ এই কাউন্সিলের বিরুদ্ধে দুর্গাপুর সদরে মিছিল করে এবং বিএনপি অফিস ভাঙচুর করে। এতে সদরে বিএনপির কাউন্সিল পন্ড হয়ে যায়। পরবর্তীতে একই দিনে উপজেলার ঝান্জাইল উচ্চ বিদ্যালয় মাঠে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এরই প্রতিবাদে বিএনপির অপর অংশ গত ৪ আগস্ট বিকেলে দুর্গাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানায়। লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ উল্লে¬খ করেন সম্মেলনের পূর্ব রাতে আওয়ামীলীগ ও বিএনপির একটি অংশ বিএনপি অফিসে ভাঙচুর করে সাজানো নাটকের মাধ্যমে সম্মেলন পন্ড করে দেয়। কিন্তু একই দিনে দুর্গাপুর সদর থেকে উপজেলার ঝানজাইল উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন হবে বলে বেলা ১২টায় জেলা আহবায়ক মোবাইল ফোনে উপজেলা ও পৌর নেতৃবৃন্দকে জানায়। এতে অভিযোগকারী নেতৃবৃন্দ বলেন, বাতিল হওয়া সম্মেলন এক ঘন্টার মধ্যে কর্মী বাহিনী নিয়ে এতো দূরে কাউন্সিলে অংশ নেওয়া অসম্ভব। সুকৌশলে ঝানজাইলে সম্মেলনের নাটক করে বিশাল কর্মী বাহিনীকে বাদ দিয়ে সরকারী মদদপুষ্ট একটি কমিটি ঘোষিত হয়েছে। যা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনী। সংবাদ সম্মেলনে উল্লে¬খ করা হয় অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে সকল নেতাকর্মীদের নিয়ে গণতান্ত্রিক পন্থায় নতুন করে কাউন্সিল করার দাবী জানানো হয়। অন্যথায় এই কমিটির বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক উপজেলা সভাপতি ও প্রতিবাদ কমিটির আহবায়ক এম এ জিন্নাহ। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি সভাপতি মোঃ ইমাম হাসান আবুচান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, এস এম আব্দুল¬াহ আল মামুন মুকুল, পৌর বিএনপি সাবেক সভাপতি মোঃ রৌশন আলী, কুল¬াগড়া ইউপি সাবেক সভাপতি আঃ রশিদ তালুকদার বাচ্চু, বিএনপি নেতা ফরিদ আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:৩২:৪৮   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ