জাতিসংঘ প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজী ইসরায়েল, হামাসের না

Home Page » জাতীয় » জাতিসংঘ প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজী ইসরায়েল, হামাসের না
রবিবার, ২৭ জুলাই ২০১৪



image_92163_0.jpgডেস্কঃ গাজা: ইসরায়েলের মন্ত্রীপরিষদ গাজায় ইসরায়েলি আক্রমণে আরেকটি মানবিক যুদ্ধবিরতি অনুমোদন করেছে বলে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন।ঐ কর্মকর্তা বলেন জাতিসংঘের দিক থেকে অনুরোধের প্রেক্ষাপটে তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং এই যুদ্ধবিরতি ২৪ ঘণ্টা বলবত থাকবে।

তবে হামাসের দিক থেকে যদি এসময়ে কোন আক্রমণ করা হয় ইসরায়েল সাথে সঙ্গে তার পাল্টা জবাব দেবে।

এর আগে শনিবার ১২ ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতির সময় শেষ হলে হামাসের পক্ষ থেকে রকেট হামলা শুরু হয়।

পরে হামাস যুদ্ধবিরতির সময় সম্প্রসারণ প্রত্যাখ্যান করেছে এবং বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়।

হামাসের একজন মুখপাত্র বলেছেন কি পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে তা বোঝা গিয়েছে এবং এটিই তাদের ছক পরিবর্তনের কারণ।

হামাস বলছে, ইসরায়েলকে যুদ্ধ পুরো বন্ধ করতে হবে। কেননা তারা এসব বিরতিকে আরও হামলার জন্য প্রস্তুতিমূলক সময় হিসেবে ব্যবহার করছে।

ওদিকে প্যারিসে ফরাসি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্যেও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা প্রতিবাদ করতে নামলে দাঙ্গা পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারলে পুলিশ পাল্টা জবাবে কাঁদানে গ্যাস ছোড়ে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে বিক্ষোভ থেকে ৫০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিক্ষোভে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেয় এবং দু ঘণ্টা ধরে বিক্ষোভের পর তাদের ছত্রভঙ্গ করে দেয়।

লড়াই শুরু হবার পর থেকে এ যাবত ১৯ দিনে এক হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ছয় হাজার।

ইসরায়েলের অংশে চল্লিশ জনেরও বেশি নিহত হয়েছে যাদের বেশিরভাগই সেনাসদস্য।-বিবিসি।

বাংলাদেশ সময়: ১১:৪৫:২৭   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ