এরশাদ পদত্যাগ করলে মন্ত্রিত্ব ছাড়তে রাজি জাপার মন্ত্রীরা

Home Page » জাতীয় » এরশাদ পদত্যাগ করলে মন্ত্রিত্ব ছাড়তে রাজি জাপার মন্ত্রীরা
মঙ্গলবার, ২২ জুলাই ২০১৪



image_91607_0.jpgকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সরকার থেকে পদত্যাগ না করলে মন্ত্রিসভায় থাকা দলটির তিন সদস্যও পদত্যাগ করবেন না।পার্টির তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে এরশাদ মন্ত্রিসভা থেকে পদত্যাগের আহ্বান জানাবেন বলে সংবাদপত্রে খবর প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার সচিবালয়ে এর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তারা এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী পদমর্যাদায় এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে সরকারে রয়েছেন। আর মন্ত্রিপরিষদে আছেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

সোমবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময়’-কে দেয়া এক সাক্ষাৎকারে এরশাদ তার দলের তিন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলবেন বলে জানান।

মঙ্গলবার সচিবালয়ে মজিবুল হক চুন্নু বলেন, “আমরা এখনো চেয়ারম্যান স্যারের কাছ থেকে এ ধরনের কথা শুনতে পাইনি। তিনি যদি বলে থাকেন, তাহলে আগে চেয়ারম্যান স্যারকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত থেকে পদত্যাগ করতে হবে। তারপর আমরা বিবেচনা করবো।”

তিনি আরো বলেন, “আমাদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ আছেন। তার সঙ্গে আলোচনা হবে এবং সংসদীয় কমিটিতে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। এরপরে মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়টি বিবেচনায় আসবে।”

অপরদিকে মশিউর রহমান বলেন, “স্যার যদি আমাদের পদত্যাগ করার কথা বলে থাকেন তাহলে আমরা বিষয়টি বিবেচনা করবো। কিন্তু স্যার আগে আমাদের বলুক। আমরা তো্ স্যারের নির্দেশ এখনো পাইনি। তবে সংসদীয় কমিটি আছে তাদের সঙ্গে আলোচনা হবে। সংসদীয় কমিটির সিদ্ধান্তের পর পদত্যাগের বিষয়টি বিবেচনা করা হবে।”

মন্ত্রীদের পদত্যাগ করতে বলার আগে এরশাদকেও সরকার থেকে পদত্যাগের দাবি জানান এই দুই প্রতিমন্ত্রী।

এ বিষয়ে বক্তব্য জানতে আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয় কথা বলতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:১৮   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ