হেফাজতের সমাবেশমুখী মুসল্লিদের ওপর পুলিশের দফায় দফায় গুলি, চলছে সংঘর্ষ

Home Page » প্রথমপাতা » হেফাজতের সমাবেশমুখী মুসল্লিদের ওপর পুলিশের দফায় দফায় গুলি, চলছে সংঘর্ষ
রবিবার, ৫ মে ২০১৩



paltan-clash1-300x250.jpgঅবরোধের মধ্যে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ শুরু হয়েছে। তবে সমাবেশে সময় বাড়ার সাথে সাথে লোক সমাগম বাড়ছে। মতিঝিল থেকে পল্টন, ইত্তেফাক মোড়া ফরিরাপুল যে দিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। বিকেল তিনটায় সমাবেশ শুরুর কথা থাকলেও লোক সমাগম বৃদ্ধির কারণে এর আগেই সমাবেশ শুরু হয়ে যায়। সমাবেশে হেফাজতের নেতারা তাদের বক্তব্যে আজ রোববার সন্ধ্যার আগে ১৩ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সরকারের উদ্দেশ্যে তারা বলেন, আপনাদের লেলিয়ে দেয়া ছাত্রলীগ, যুবলীগকে থামান। না হয় রাজপথ রক্তে রঞ্জিত হবে।
বক্তারা বলেন, আজ প্রমাণ হবে, দেশে আস্তিক থাকবে নাকি নাস্তিক থাকবে। এই সরকার মুরতাদদের সরকার। এই সরকার নাফরমানদের সরকার। তাই আল্লামা শফি সাহেবের ডাকে আমাদের সবাইকে সব সময় প্রস্তুত থাকতে হবে। নেতাকর্মীরা হেফাজতে ইসলামের অবরোধ পরবর্তী কর্মসূচিতে মতিঝিলের আশপাশে অবস্থান নিয়েছে ।

জনস্রোত মতিঝিলমুখী

সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপনসহ ১৩ দফা দাবিতে রাজধানীর ছয় প্রবেশ পথে অবরোধ শেষে হেফাজতে ইসলামের কর্মীরা মতিঝিলের শাপলা চত্বর অভিমুখে রওয়ানা দিয়েছে। রাজধানীর ছয়টি স্থান থেকে জোহর নামাজের পর হাজার হাজার হেফাজতকর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে মতিঝিলের উদ্দেশে রওয়ানা দেয়।
অবরোধের কারণে রাজধানীতে প্রবেশের সব পথ বন্ধ হয়ে যায়। অবরুদ্ধ রাজধানী সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রোববার ফজরের নামাজের পরপরই বৃষ্টি উপেক্ষা করে হেফাজতে ইসলামের নেতৃত্বে লাখ লাখ তোহিদী জনতা রাজধানীতে ঢোকার প্রধান সব প্রবেশ পথে অবস্থান নেয়। এতে ঢাকা অভিমুখে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে, তাদের ঠেকাতে বিভিন্ন স্থানে পুলিশ ব্যারিকেড দিয়েছে।
হেফাজতে ইসলামের নেতারা জানান, রাজধানীর ছয়টি পয়েন্টে অবরোধ করেন তারা। এগুলো হলো যাত্রাবাড়ী থেকে কাঁচপুর, যাত্রাবাড়ী থেকে ডেমরা, পোস্তগোলার বুড়িগঙ্গা সেতু, পুরান ঢাকার বাবুবাজার সেতু, উত্তরা থেকে টঙ্গী-আবদুল্লাপুর পর্যন্ত এবং গাবতলী-আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত। কর্মসূচি চলাকালে বাইরে থেকে কোনো যানবাহন রাজধানীতে ঢুকতে দেওয়া হয়নি এবং রাজধানী থেকেও কোনো যানবাহন বাইরে যেতে দেওয়া হয়নি। তবে রাজধানীর ভেতরে গাড়ি চলাচল করে।
অবরোধ কর্মসূচিতে বাধা দেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন হেফাজত নেতারা।

বাংলাদেশ সময়: ১৭:০৪:০২   ৫০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ