বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

Home Page » জাতীয় » বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০১৪



power.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় গ্রিডে সাত হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে।আগের দিন মঙ্গলবারও দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়, যা টপকে বুধবার রাতে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব একেএম শামীম চৌধুরী জানিয়েছেন।  তিনি বলেন, “বুধবার রাতে ৭ হাজার ৪০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।”

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানিয়েছেন, বুধবার রাত ৯ টায় ৭ হাজার ৪০৩ মেগাওয়াট সর্বোচ্চ চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদনও হয়েছে ৭ হাজার ৪০৩ মেগাওয়াট।

এর আগে মঙ্গলবার রাত ৮টায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৭ হাজার ৩৭১ মেগাওয়াট। চাহিদার পুরোটাই এ সময় উৎপাদন হয়ে দেশে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়।

এর আগে গত ৩০ মার্চ সর্বোচ্চ সাত হাজার ৩৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
জাতীয় গ্রিডে যোগ হওয়া এই বিদ্যুতের মধ্যে দেশের কেন্দ্রগুলো থেকে উৎপাদিত বিদ্যুত ছাড়াও ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ রয়েছে।

ভারত থেকে ৫০০ মেগাওয়াট আমদানির আগে গত বছরের ১২ জুলাই সর্বোচ্চ ৬ হাজার ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছিল।

২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশের বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ বছরে মোট ৫৮টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়, যার মোট উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৪৮৩ মেগাওয়াট।

এছাড়া ৬ হাজার মেগাওয়াট ক্ষমতার আরো ৩১টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন।

টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে আরো প্রায় ৬ হাজার ১০০ মেগাওয়াটের ২৫টি কেন্দ্রের।
গত বছরের নভেম্বর থেকে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি হলেও বিদ্যুৎ আসছে তার চেয়ে কিছুটা কম।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের সারিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৪ হাজার মেগাওয়াটে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

আমদানিসহ বর্তমানে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর স্থাপিত উৎপাদন ক্ষমতা ১০ হাজার ২৮৯ মেগাওয়াট। গত নভেম্বরে ১০ হাজার মেগাওয়াটের মাইলফলকে পৌঁছালে রাজধানীর হাতিরঝিলে ‘আলোক উৎসব’ এর আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১০:৪৯:৪৫   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ