সৌদিতে ছেলেদের বিরুদ্ধে ১৯৯ মামলা বাবাদের

Home Page » বিশ্ব » সৌদিতে ছেলেদের বিরুদ্ধে ১৯৯ মামলা বাবাদের
বুধবার, ১৬ জুলাই ২০১৪



h1.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ: অবাধ্য হওয়ায় সৌদি আরবের বাবারা তাদের ছেলেদের বিরুদ্ধে চলতি বছরের সাড়ে ছয় মাসে ১৯৯টি মামলা দায়ের করেছেন। অপর দিকে, স্বাভাবিক কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে বাবাদের বিরুদ্ধে ৩৭টি ‘বাগড়া’র মামলা দায়ের করেছেন ছেলেরা।সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে আরব নিউজ জানায়, এ বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন আদালতে ছেলেদের অবাধ্য হওয়ার অভিযোগ জানিয়ে বাবারা মোট ১৯৯টি মামলা দায়ের করেছেন। অপর দিকে ‘বাগড়া’র অভিযোগ এনে বাবাদের বিরুদ্ধে ৩৭টি মামলা দায়ের করেছেন ছেলেরা।

স্থানীয় একটি দৈনিক জানায়, ৪০ শতাংশ অবাধ্যতার মামলা মক্কা ও রিয়াদ অঞ্চলে দায়ের করা হয়েছে। এর মধ্যে ৪০টি মামলা দায়ের হয়েছে মক্কায়, ৩৮টি রিয়াদে। এছাড়া, আসির অঞ্চলে ৩৪টি, জেজানে ৩১টি, পূর্বাঞ্চলীয় প্রদেশে ২১টি, নাজারানে ১০টি, বাহায় সাতটি, মদিনা, কাসিম ও তাবুকে চারটি করে, উত্তরাঞ্চলীয় সীমান্ত প্রদেশে তিনটি, হেইলে দু’টি এবং জৌফে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, সন্তানের দায়ের করা ৪০ শতাংশ ‘বাগড়া’ মামলা দায়ের হয়েছে রিয়াদে।

সংবাদ মাধ্যমগুলোয় জানানো হয়, কোনো সন্তানকে তার বয়সের অজুহাতে অর্থ-সম্পদ ব্যয়ে বাধা দেওয়ার অভিযোগ তুলে করা মামলাই হলো ‘বাগড়া’ মামলা। আর বাবার নির্দেশ অমান্য করলে ছেলের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয় তা-ই হলো অবাধ্যতার মামলা।

বাংলাদেশ সময়: ১০:৫৬:৩৪   ৪৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ