তালপট্টির জবাব মন্ত্রিসভায়

Home Page » প্রথমপাতা » তালপট্টির জবাব মন্ত্রিসভায়
সোমবার, ১৪ জুলাই ২০১৪



cabinet_bg_541589270.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ: সমুদ্রসীমার রায়ে বাংলাদেশের প্রায় ২০ হাজার বর্গকিলোমিটার প্রাপ্তি হলেও তালপট্টি নিয়ে বিএনপির সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, বিএনপি ২১ বছর ক্ষমতায় থাকলেও সমুদ্রসীমা নিয়ে কাজ করেনি, ওই সময়ে তালপট্টি দ্বীপ কেনই বা মানচিত্রে থাকলো না?

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভারতের কাছে সমুদ্র বিজয়ের বিষয়টি উপস্থাপন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সমুদ্র বিজয়ে ২০ হাজার বর্গকিলোমিটার অর্জিত হলেও তালপট্টি দ্বীপের অংশটি ভারতের কাছে চলে যাওয়ায় সমালোচনা করে আসছে বিএনপি, যদিও বর্তমানে এই দ্বীপের কোনো অস্তিত্ব নেই।

মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একজন সদস্য বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি কেন ক্ষতায় থাকাকালে তালপট্টি দ্বীপটি মানচিত্রে রাখতে পারেনি। তারা তো ২১ বছর ক্ষমতায় ছিলেন।

ভূমিমন্ত্রী সামসুর রহমান শরীফ মন্ত্রিসভায় বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) এবং মেজর হাফিজকে সমুদ্রে পাঠানো হোক। তারা সাঁতার দিয়ে খুঁজুক তালপট্টি কোথায় আছে। প্রয়োজনে আমরাও যাই।

মন্ত্রিসভার ওই সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভায় বলেন, তারা যখন এতো সমালোচনা করছে, তখন তারাও যাক, আমরাও সমুদ্রে গিয়ে সরেজমিনে তালপট্টি খুঁজি।

গত ৮ জুলাই নেদারল্যান্ডসের স্থায়ী সালিশি আদালতের রায়ে বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার এলাকার মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার সমুদ্র এলাকা পায় বাংলাদেশ।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, সমুদ্র জয়ের বিষয়টি শিগগিরই সরকারি গেজেটে প্রকাশ করবে সরকার। মন্ত্রিসভার বৈঠৈকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমুদ্র জয়ের রায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মন্ত্রিসভার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

প্রধানমন্ত্রী সমুদ্রে সম্পদ আহরণে মন্ত্রণালয়গুলোকে সমন্বিত প্রচেষ্টার নির্দেশ দেন।

সমুদ্র জয়ের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৪৭   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ