বিএনপির আন্দোলন দমনে কঠোর সিদ্ধান্ত নেবে সরকার

Home Page » সংবাদ শিরোনাম » বিএনপির আন্দোলন দমনে কঠোর সিদ্ধান্ত নেবে সরকার
সোমবার, ১৪ জুলাই ২০১৪



ideb_bg_1_222641045.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ: ঈদের পর যদি বিএনপি আন্দোলনের নামে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অনিয়মতান্ত্রিকভাবে নামানোর চেষ্টা করে তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে গণতান্ত্রিক সরকারের প্রশাসনিক অঙ্গগুলো বসে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত ।তিনি বলেন, দেশ ও দেশর মানুষের জন্যই বিএনপির আন্দোলন দমনে কঠোর সিদ্ধান্ত নেবে সরকার।

সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দু’টি জায়গায় সফল। একটি আন্দোলন অপরটি মুক্তিযুদ্ধ। যতকিছুই বলেন না কেনো আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ আন্দোলনের হেড মাস্টার।

তিনি বলেন, বিএনপিতে একদল বলে রোজার পরই আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করা হবে। আরেকদল বলে আয় আমরাও মাঠে থাকব। আসলে এটা তো কোনো গণতান্ত্রিক ভাষা নয়। আপনারা বলতে পারতেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে সরকার পতন করবো।
তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণে শুধু সরকারি দলই কাজ করবে না। বিরোধী দলগুলোরও দায়িত্ব রয়েছে। খালেদা জিয়াকে অনুরোধ করবো গণতান্ত্রিক সংস্কৃতির মাধ্যমে আপনি সরকারে ফিরে আসেন। এতে যদি জনগণ আপানদের গ্রহণ করে এবং আমরা বিরোধী দলে যাই তাতেও কোনো দু:খ নেই।

বিএনপির রাজনৈতিক চিন্তাধারা পরিবর্তন জরুরি মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীতে আজ বিশ্বায়নের রাজনীতির চালু হয়েছে। তাই বিএনপিকে উগ্র সাম্পদায়িক রাজনীতির সঙ্গে সম্পর্ক কমিয়ে বিশেষ করে জামায়াতের সংঘ ছেড়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসা প্রয়োজন। তাদের আন্দলনের কথা ভাবার চেয়ে রাজনৈতিক চিন্তাধারা পরিবর্তন জরুরি হয়ে পড়েছে।

বর্তমানে ফুটবল জোয়ারে ভাসছে সারা দেশ।

এ বিষয়টি নিয়ে তিনি বলেন, আর কত দিন আর্জেন্টিনার জয় হলে আমাদের জয় আর ব্রাজিলের পরাজয় হলে আমাদের পরাজয় হবে? এভাবে আর কতদিন চলবে বাঙালির? ফুটবলে আমাদের নিজস্ব শক্তি গড়ে তোলা প্রয়োজন। প্রতিটি থানায় স্টেডিয়াম, ইউনিয়নে খেলার মাঠ থাকা দরকার।

আর তাহলেই আমরা খেয়ায় অনেক দূর এগিয়ে যাবো বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৫২   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ