জার্মান হুংকারে মুখরিত ব্রাজিল

Home Page » আজকের সকল পত্রিকা » জার্মান হুংকারে মুখরিত ব্রাজিল
সোমবার, ১৪ জুলাই ২০১৪



10559273_742530645811008_406375486_n.jpg

এমদাদ সৈকত, বঙ্গ-নিউজ: ল্যাটিনদের কাঁদিয়ে ফিফা ওয়ার্ল্ডকাপ ২০১৪ আবার ঘরে নিলো জার্মানি । ২৪ বছর পর আবার সেই আর্জেন্টিনাকেই হারিয়ে ইতিহাস গড়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতলো তারা। ২৪ বছর আগে জার্মানির কাছেই হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল দিয়েগো মারাদোনার আর্জেন্টিনার। আবারো তাদের কাছেই হেরে স্বপ্ন ভাঙল লিওনেল মেসিদের। গত দুই বিশ্বকাপে এই জার্মানির কাছেই হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার স্বপ্ন ভাঙার দায়িত্ব যেন এই ইউরপিয়ানদের ই।
খেলাটির শুরু হয়েছিল খুবই উত্তেজনাময় । শুরে থেকেই দুই দল আক্রমণাত্মক খেলা খেলছিল, কিন্তু পাল্লাটি ভারি ছিল লাতিনদের দিকে। খেলার ২০তম মিনিট এ জার্মানির একটি ভুল পাসে প্রতিপক্ষের হিগুইন দি-বক্সের ভিতরে একা বল নিয়েও গোলপোস্টের অনেক বাইরে দিয়ে শুট করে ই হয়ত বুঝিয়ে দিয়েছিলেন ভাগ্য আজ তাদের পক্ষে নয়। খেলার ৩০ তম মিনিট এ সেই হিগুইন জার্মান জালে গোলটি অফসাইডের কারণে আবার হতাসা নামিয়ে দেয় লাতিনদের মনে। ৪৩তম মিনিটে মাসচেরানোর ভুল পাস থেকে ভালো একটা সুযোগ পান ক্রুস। তবে তার শট ফেরাতে কোনো সমস্যা হয়নি সের্হিও রোমেরোর। এভাবে এক এর পর এক প্রচেষ্টা ফিরিয়ে দেয় জার্মানরা। ৯০ মিনিটে গোল পায়নি আর্জেন্টিনা বা জার্মানির কেউই। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। খেলা তখন প্রায় আর্জেন্টিনার পক্ষে। ১১৩তম মিনিটে গোলের সন্ধান পায় জার্মানি। বাঁদিক দিয়ে আন্দ্রে শুরলের ক্রস বুক দিয়ে নামিয়ে বল মাটিতে পড়ার আগেই বাঁ পায়ের শট জালে জড়ান বায়ার্ন মিউনিখ তারকা গোটস।

10527610_742531659144240_6301057_n.jpg
পিছিয়ে পড়ার পর সমতা ফেরানোর চেষ্টায় দারুণ চাপ তৈরি করে আর্জেন্টিনা। কিন্তু জার্মানির রক্ষণকে ভাঙতে পারেনি। যোগ করা সময়ে একটি ফ্রি-কিক পেয়েছিলেন মেসি। কিন্তু বল লক্ষ্যে রাখতে পারেননি আর্জেন্টিনার এই অধিনায়ক। শেষ বাঁশি বাজল; সাথে সাথেই উল্লাসে মাঠে নেমে আসেন জার্মানির খেলোয়াড়রা।

10529548_742530635811009_1018760443_n.jpg
ম্যাচ শেষে অশ্রু ধরে রাখতে পারেননি হাভিয়ের মাসচেরানো, মার্কোস রোহোরা। কাঁদেননি শুধু মেসি, কিন্তু পুরোটা সময় ভীষণ বিমর্ষ ছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতা বার্সেলোনার এই মহাতারকা। লাতিনদের মনে তখন শুধু অন্ধকার আর অন্ধকার।
প্রথমবারের মতো লাতিন আমেরিকায় শিরোপা জিতল ইউরোপের কোনো দল। আর্জেন্টিনাকে হারিয়ে ইতালির সমপর্যায় আসলো জার্মানি। ইউরোপের এই দুই দলের শিরোপা এখন চারটি করে। সর্বোচ্চ পাঁচটি শিরোপা নিয়ে সবার ওপরে এখন শীর্ষমণি “ব্রাজিল “।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১৬   ৪২৪ বার পঠিত  




আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ