গাজায় নিহতের সংখ্যা ১০০ তে পৌঁছেছে

Home Page » প্রথমপাতা » গাজায় নিহতের সংখ্যা ১০০ তে পৌঁছেছে
শনিবার, ১২ জুলাই ২০১৪



gaza.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা ১০০ তে পৌঁছেছে বলে ফিলিস্তিনের কয়েকটি সূত্র জানিয়েছে। সর্বশেষ শুক্রবার বুরেইজি এলাকায় একটি গাড়িতে হামলায় দুই জন নিহত হন বলে জানান তারা।
গাজা থেকে ইসলামপন্থি হামাস যোদ্ধাদের রকেট হামলা ঠেকাতে গত মঙ্গলবার থেকে কয়েকশ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামপন্থি দল হামাসও ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহতদের পাশাপাশি ৬৭৫ জন আহত হয়েছেন। এদের বেশিরভাগই সাধারণ নাগরিক। ইসরায়েল বলেছে, নিহতদের বেশিরভাগই ‘সন্ত্রাসী’।

গাজার রাফায় একটি বাড়িতে ইসরায়েলের রাতভর বিমান হামলায় দুই নারী ও তিন পুরুষসহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রাফায় দ্বিতীয় আরেকটি হামলায় একটি মেয়ে নিহত হয়েছেন এবং শহরের উত্তরে মটরসাইকেল আরোহী এক হামাস যোদ্ধা নিহত হয়েছনে।

ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, শুক্রবার সকালে আশদোদের পেট্রোল স্টেশনে গাজা থেকে ছোড়া রকেট হামলায় তিনজন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট বারাক ওবামা এরইমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে এক আহ্বানে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে সহায়তার উদ্যোগ নেন। ওদিকে, মিশর ও তুরস্ক উভয়ই গাজায় ইসলায়েলের সামরিক শক্তি প্রয়োগের সমালোচনা করে।

গত মাসে তিন ইসরায়েলি কিশোর অপহরণ ও হত্যার ঘটনার পর তার জন্য হামাসকে দায়ী করে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

অপহরণের জন্য ‘দায়ী’ হামাস যোদ্ধাদের ধরার ওই অভিযানে বেশ কয়েকজন সাধারণ নাগরিক নিহত হয়। গত সপ্তাহে সন্দেহভাজন ইসরায়েলি চরমপন্থিদের হাতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হওয়ার পর উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছে।

ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস যোদ্ধারা। জবাবে ইসরায়েলও অবিরাম বিমান হামলা শুরু করে।

বাংলাদেশ সময়: ৯:৫৯:৫৩   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ