ফিরলেন এবং কাঁদলেন নেইমার

Home Page » খেলা » ফিরলেন এবং কাঁদলেন নেইমার
শনিবার, ১২ জুলাই ২০১৪



বঙ্গ-নিউজ ডটকমঃ 5injuredbraziliannationalsoccerteamplayerneymarcriesduringanewsconferenceinteresopolisnearriodejaneirojuly10.JPGপিঠে আচমকা আঘাতে মাটিতে লুটিয়ে পড়ার পর দুই পায়ে সাড়া পাচ্ছিলেন না নেইমার। কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়া ম্যাচের সেই ঘটনা মনে করে কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিল তারকা।
বৃহস্পতিবার হেলিকপ্টারে সাও পাওলোর নিজের বাড়ি থেকে রিও দে জেনেইরোর তেরেসোপলিসে ব্রাজিল শিবিরে আসেন নেইমার। দেখা করে সতীর্থদের সঙ্গে।

হুয়ান সুনিগার সেই মারাত্মক ট্যাকলে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সামনেও আসেন নেইমার।

২২ বছর বয়সী বার্সেলোনা তারকা জানান, ম্যাচের ওই মুহূর্তটায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার ভয় পেয়েছিলেন তিনি।

নেইমারকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, তার মেরুদণ্ডের একটি কশেরুকায় চিড় ধরেছে। বিশ্বকাপে আর খেলতে পারবেন না ব্রাজিলের স্বপ্ন-সারথি। তবে এরপরও ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন নেইমার।

“আর দুই সেন্টিমিটার হলে আমাকে আজ হুইলচেয়ারে থাকতে হতো।”

সুনিগা পরের দিনই ফোন করে নেইমারের কাছে ক্ষমা চেয়েছেন। তবে তিনি ক্ষমা পেয়েছেন বলে মনে হচ্ছে না।

“আমি তাকে ঘৃণা করছি না, তার ওপর রাগও পুষে রাখছি না। কিন্তু আমি অন্য কোনো কিছুও অনুভব করছি না।”

“আমার ক্যারিয়ারের এমন একটা গুরুর্ত্বপূর্ণ মুহূর্তে ঘটা এই ঘটনা নিয়ে কথা বলা খুবই কঠিন।”

তবে সুনিগার ওই ট্যাকলটাও মেনে নিতে পারেননি নেইমার।

“আমি বলবো না যে সে আমাকে আহত করতে চেয়েছিল। আমি জানি না তার মাথায় কি খেলছিল। তবে যারা ফুটবল বোঝে তারা বুঝবে যে এটা স্বাভাবিক চ্যালেঞ্জ ছিল না।”

ব্রাজিলের বর্তমান ও সাবেক খেলোয়াড়দের অনেকেই সুনিগার ট্যাকলটিকে দেখছেন ‘কাপুরুষোচিত’ হিসেবে। সুনিগার ওই ট্যাকল নিয়ে ফিফা তদন্ত করেছিল; তবে তারা কোনো শাস্তি দেয়নি।

আজ  শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ০:৩৯:৫৩   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ