বাড়ছে মসলার দর

Home Page » অর্থ ও বানিজ্য » বাড়ছে মসলার দর
শুক্রবার, ১১ জুলাই ২০১৪



moshola.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রোজার শুরুতে রাজধানীর বাজারগুলোয় প্রায় সব ধরনের সবজির দাম বাড়লেও ধীরে ধীরে তা কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। তবে ঈদ সামনে রেখে চড়তে শুরু করেছে মসলার দাম।শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে গোপীবাগ, মানিকনগর, মুগদা এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে- বেগুন, শশা, কাঁচা মরিচ, আলুসহ অন্য সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে।এসব বাজারে প্রতি কেজি গোল বেগুন ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ৫০ টাকার কমে পাওয়া যায়নি। আর প্রতিকেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

এছাড়া গত সপ্তাহের তুলনায় দাম কমে প্রতি কেজি শশা ৩০-৪০ টাকা, কাঁচা মরিচ ৫০-৬০ টাকা, আলু ২০-২৫ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা, কাকরোল ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা এবং বরবটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজার কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুল লতিফ মিয়া টেলিফোনে জানান, রোজার সময় সাধারণ সবজির চাহিদা কম থাকে বলে এগুলোর দাম খুব একটা বাড়ে না। তবে এবার বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়ে গিয়েছিল। এখন সরবরাহ স্বাভাবিক হওয়ায় দাম একটু কমছে।

এদিকে মসলার বাজারে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, জিরা, শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনির দাম বেড়েছে।

প্রতি কেজি দেশি পেঁয়াজ মানভেদে ৩৫ থেকে ৪২ টাকা, আমদানি করা পেঁয়াজ ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে সব ধরনের পেঁয়াজেরই সর্বনিম্ন দাম ছিল কেজি প্রতি ৪০ টাকা।

ভারত ৩০ জুন পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে প্রতি টন ৫০০ ডলার নির্ধারণ করার পর থেকেই বাংলাদেশের বাজারে দর ঊর্ধ্বমুখী।

এছাড়া প্রতি কেজি রসুন ৮০ থেকে ৯০ টাকা, আদা মানভেদে ১৬০ থেকে ২৫০ টাকা, হলুদ ১৩০ থেকে ১৮০ টাকা, শুকনো মরিচ ১৫০ থেকে ১৮০ টাকা, জিরা ২৯০ থেকে ৩৫০ টাকা, তেজপাতা ১৭০ থেকে ১৮০ টাকা এবং দারুচিনি ২৭০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে এক মাসের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম ১১৫ শতাংশ, দেশি পেয়াজের দাম ৭৭ শতাংশ, রসুনের দাম ১৬ শতাংশ, শুকনো মরিচ ৪০ শতাংশ, হলুদ ৭৮ শতাংশ, আদা ৪০ শতাংশ এবং জিরার দাম ২ শতাংশ বেড়েছে।

গোপীবাগ রেলগেট বাজারের মসলা বিক্রেতা আতাউর রহমান বলেন, “রমজানে সব ধরনের মসলার বাড়তি চাহিদা থাকে। এ সময় পণ্য পরিবহনের খরচও বেড়ে যায়। আগে একটা ভ্যান মৌলভীবাজার থেকে আসতো ৩০০ টাকায়। এখন দিতে হয় কমপক্ষে ৪০০ টাকা। এসব কারণে দামও বাড়তি।”

আতাউর রহমানের দোকানে মসলা কিনতে এসেছিলেন সরকারি চাকরিজীবী মোক্তারা হোসেন।

তিনি বলেন, “সরকার বাজার নিয়ন্ত্রণ বলতে কিছু অতিপ্রয়োজনীয় পণ্য- যেমন ভোজ্যতেল, চিনি এসব নিয়ে কাজ করছে। কিন্তু এর বাইরেও যে মানুষের দৈনন্দিন চাহিদার বিশাল অংশ রয়েছে সেদিকে মনোযোগ নেই। ফলে এসব পণ্যের দাম বাড়ার কোনো জবাবদিহিতা কোনো পর‌্যায়ে কাউকে করতে হয় না।”

তিনি টিসিবিকে ব্যবসা বন্ধ করে বাজার নিয়ন্ত্রণে কাজ করার মত প্রতিষ্ঠান হিসেবে তৈরির পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৯:০০:০৫   ১৭০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ