আওয়ামী লীগ সমুদ্রসীমা জয়ে অত্যন্ত খুশী

Home Page » জাতীয় » আওয়ামী লীগ সমুদ্রসীমা জয়ে অত্যন্ত খুশী
বুধবার, ৯ জুলাই ২০১৪



ashraful_sm_648407002.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা : সমুদ্রসীমা জয়ে আওয়ামী লীগ অত্যন্ত খুশী বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।সমুদ্রসীমা জয়ে আনন্দ মিছিল পূর্ব সমাবেশে বুধবার বিকেল পৌনে ৫টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে এসব কথা বলেন তিনি।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমরা আইনের মাধ্যমে ন্যায্য হিস্যা আদায় করেছি। এটা আমাদের বড় বিজয়। তবে এ বিজয়ে কারো পরাজয় হয়নি। এমনকি এটা কোনো যুদ্ধের মাধ্যমেও আসেনি।

আন্তর্জাতিক আদালতে আমরা আমাদের চৌকস আইনজীবীদের মাধ্যমে সমুদ্রসীমার দাবি ও যৌক্তিকতা তুলে ধরতে পেরেছি। যার জন্য আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন বলেও জানান তিনি।

সমুদ্রসীমা নিয়ে বিভিন্ন দেশে বহু যুদ্ধ হয়েছে উল্লেখ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমরা যুদ্ধ ছাড়া সমুদ্রসীমা জয় করে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছি। কারণ যুদ্ধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। তাই আমরা আলাপ-আলোচনা করে আইনের মাধ্যমে এ সমস্যার সমাধান করেছি। ‍

এই রায় মেনে নেওয়ায় ভারতকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, হয়তো এ বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার প্রয়োজন ছিল না। আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান করা যেত। তারপরও ভারত যেহেতু এই রায়কে মেনে স্বাগত জানিয়েছে এজন্য আমরা ভারতকে ধন্যবাদ জানায়।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, এ বিষয় নিয়ে দেশে বা অন্তর্জাতিক আদালতে কেউ যায়নি। এতেই বোঝা যায় হাসিনা ও খালেদার মধ্যে তফাত কোথায়। শেখ হাসিনা দেশের স্বার্থের জন্য যা যা প্রয়োজন তাই করেছেন।

বঙ্গবন্ধুর উৎকৃষ্ট পররাষ্ট্রনীতি ও শেখ হাসিনার দুরদৃষ্টির জন্য আমরা বাংলাদেশ উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে এক আনন্দ মিছিল বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে জিরোপয়েন্ট পল্টন ঘুরে জাতীয় প্রেস ক্ল‍াবের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৪:০৭   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ