শীর্ষস্থান নিয়ে ভাবছেন না শারাপোভা

Home Page » খেলা » শীর্ষস্থান নিয়ে ভাবছেন না শারাপোভা
রবিবার, ৫ মে ২০১৩



image_38205.jpgবর্তমানে বিশ্ব মহিলা টেনিস র্যাংকিং-এ দ্বিতীয় স্থানে রয়েছেন রাশিয়ান তারকা খেলোয়াড় মারিয়া শারাপোভা। তবে শীর্ষস্থানে উঠার ভালো একটা সম্ভাবনা তৈরি হয়েছে তার। কিন্তু র্যাংকিং-এর শীর্ষস্থান নিয়ে মোটেও চিন্তিত নন শারাপোভা। নিজের খেলাতেই সবচেয়ে বেশি মনোযোগী হতে চাচ্ছেন তিনি।

বছরের প্রথম গ্র্যান্ডস্ল¬্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে শুরুটা দুর্দান্ত করেও শেষ পর্যন্ত শিরোপার ছোঁয়া পাননি শারাপোভা। সেমিফাইনালে বাজেভাবে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাকে। এরপর কাতার ওপেনেও একই অবস্থা হলে কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় শারাপোভার।

তবে বিএনপি পারিবাস ওপেনের শিরোপা জিতে চলতি বছর প্রথমবারের মতো কোন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন শারাপোভা। এরপর মিয়ামি মাস্টার্সেও শিরোপা হাতছাড়া হয় তার। তবে সদ্য শেষ হওয়া পোর্শে টুর্নামেন্টের শিরোপা জিতে র্যাংকিং পয়েন্টও বেশ বাড়িয়ে নিয়েছেন তিনি। ফলে র্যাংকিং-এ শীর্ষস্থান পাবার ভালো একটা সুযোগ তৈরি হয়েছে শারাপোভার।

আসন্ন মাদ্রিদ মাস্টার্স ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেই বর্তমানে এক নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে সরিয়ে শীর্ষস্থান পাবেন শারাপোভা। কারণ বর্তমানে ১১,১১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সেরেনা। আর শারাপোভার ভাণ্ডারে রয়েছে ১০,২৪০ পয়েন্ট। তাই এ বিষয়টিও বেশ ভালোই জানেন তিনি।

তবে শীর্ষস্থান নিয়ে মোটেও ভাবতে রাজি নন শারাপোভা, ‘আমি র্যাংকিং-এর শীর্ষস্থান নিয়ে এখনই ভাবতে চাই না। এটা নির্ভর করছে অন্যান্য খেলোয়াড় ও আমার খেলার পারফরমেন্সের উপর। র্যাংকিং নিয়ে চিন্তা না করে কোর্টে নিজের খেলায় আরো বেশি মনোযোগী হতে চাই আমি।’

এখন পর্যন্ত সবকটি গ্র্যান্ডস্ল¬্যামেরই শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন শারাপোভা। তবে মাত্র একবার করে। তাই সেই সংখ্যাটিকে আরও বাড়ানোই প্রধান লক্ষ্য বলে জানালেন তিনি। কারণ আর কিছুদিন পরই শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্ট। গত আসরের চ্যাম্পিয়ন্স শারাপোভা ঐ টুর্নামেন্ট নিয়ে বলেন, ‘এবারও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিততে চাই আমি। শিরোপা জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখাই প্রধান লক্ষ্য আমার। ঐ টুর্নামেন্টে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। কিন্তু শিরোপা জিততে হলে কোর্টে নিজের সেরা খেলাটাই খেলতে হবে। আমি সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করছি।’

ফ্রেঞ্চ ওপেনের জন্য নিজেকে ঝালিয়ে নেবার ভালো সুযোগ পাচ্ছেন শারাপোভা। কারণ আগামী ৬ মে থেকে শুরু হওয়া মাদ্রিদ মাস্টার্স টেনিস টুর্নামেন্টে খেলতে নামছেন ২৬ বছর বয়সী শারাপোভা।

বাংলাদেশ সময়: ১১:০৩:৪৫   ৫৬২ বার পঠিত  




খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ