দায়িত্ব পালনে ডিসিদের আরো কঠোর হতে বললেন প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » দায়িত্ব পালনে ডিসিদের আরো কঠোর হতে বললেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ৮ জুলাই ২০১৪



image_89613_0.jpgকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা: সব অপচেষ্টা প্রতিরোধে জেলা প্রশাসকদের (ডিসি) আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পুরাতন সংসদ ভবনের শাপলা হলে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত সুখী, সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই সব ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে তাদের আইনানুগ দায়িত্ব পালন করতে হবে।

কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ গ্রহণযোগ্য হবে না বলে ডিসিদের সতর্ক করে দেন প্রধানমন্ত্রী।

এ সময় ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্যমুক্ত খাদ্য নিশ্চিত করার প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চান শেখ হাসিনা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনাররাও।

উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে শেখ হাসিনার সঙ্গে জেলা প্রশাসনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা শুরু হয়। এরপর দুপুর সাড়ে ১২টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত একই স্থানে প্রথম কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়।

পরে দুপুর ২টা ৪০ মিনিট থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে।

প্রতি কার্য অধিবেশনে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:৩৭   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ