৩ দিনের ডিসি সম্মেলন শুরু

Home Page » জাতীয় » ৩ দিনের ডিসি সম্মেলন শুরু
মঙ্গলবার, ৮ জুলাই ২০১৪



কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ image_89584_0.jpgঢাকা: তিন দিনের ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৪’ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পুরাতন সংসদ ভবনের ‘শাপলা’ হলে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইঞা জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সমাপনী অনুষ্ঠান এবং ২০টি কার্য অধিবেশনসহ সম্মেলনে মোট ২৪টি অধিবেশন থাকবে।

জেলা প্রশাসক সম্মেলনের কর্মসূচি থেকে জানা গেছে, প্রথমদিন সম্মেলন উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে শেখ হাসিনার সঙ্গে জেলা প্রশাসনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা হবে। এরপর সাড়ে ১২টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত একই স্থানে প্রথম কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে।

দুপুর ২টা ৪০ মিনিট থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রতিটি কার্য অধিবেশনে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।

প্রথম দিন সর্বশেষ বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ ও নির্দেশনা গ্রহণ করবেন জেলা প্রশাসকরা।

রোববারের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর জেলা প্রশাসক সম্মেলনের ৯২ শতাংশ প্রস্তাব বাস্তবায়ন হয়েছে। এবার সম্মেলনে ৩০৭টি প্রস্তাব তুলে ধরবেন জেলা প্রশাসকরা।

আগামী ১০ জুলাই বিকেল ৪টা ৪০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হবে সমাপ্তি অধিবেশন।

বিভিন্ন কার্য অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও দফতর প্রধানের সামনে প্রস্তাব বাস্তবায়নের জন্য তুলে ধরবেন জেলা প্রশাসকরা।

বাংলাদেশ সময়: ১১:২৬:১৮   ৪১১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ