জলবায়ু খাতে বাজেট বরাদ্দ নেই

Home Page » প্রথমপাতা » জলবায়ু খাতে বাজেট বরাদ্দ নেই
সোমবার, ৭ জুলাই ২০১৪



jol.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ‘যত্রতত্র’ প্রকল্পের নামে অর্থ ছাড় দেওয়ার অভিযোগ ওঠায় ২০১৪-১৫ অর্থ বছরের জাতীয় বাজেটে এ খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি।জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, ২০১০ সাল থেকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠনের পর তা থেকে অর্থ বরাদ্দ পেয়ে দেশের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন প্রকল্প চালু হয়। এসব প্রকল্পের অধিকাংশ নামে মাত্র জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রকল্প বলেও অভিযোগ করেছেন বিশেষজ্ঞদের কেউ কেউ।

প্রকল্পের নাম করে ফান্ডের অর্থ অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করা হচ্ছে অভিযোগ করে বিশেষজ্ঞরা বলছেন, যার কারণে সরকার বিগত সময়ে ছাড় করা অর্থের হিসাব-নিকাশ ও প্রকল্পগুলো সম্পর্কে সন্দিহান হয়ে এবার বাজেটে কোনো বরাদ্দ রাখেনি।

জলবায়ু পরিবর্তনের ফলে দীর্ঘ মেয়াদি ঝুঁকি মোকাবেলায় গত তিন অর্থ বছরে জাতীয় বাজেট থেকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে ২ হাজার ৭০০ কোটি টাকা অর্থ বরাদ্দ দিয়েছে সরকার।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ওয়েব সাইট থেকে জানা যায়, ফান্ডের অর্থায়নে সরকারিভাবে অনুমোদন হয়েছে ২০৭টি প্রকল্প ও বেসরকারিভাবে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফ এর মাধ্যমে বিভিন্ন সংস্থাকে ৬৩টি প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারি ২০৭টি প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হলো- ১ হাজার ৯’শ ৫৭ কোটি টাকা এবং ৬৩টি বেসরকারি সংস্থার জন্য বরাদ্দ হয়েছে ২৫ কোটি টাকা। ওই সব প্রকল্পগুলোর কয়েকটি সম্পন্ন হলেও অধিকাংশ প্রকল্পের কাজ চলমান রয়েছে বলে সূত্র জানায়।

প্রকল্পগুলো বাস্তবায়ন করছে- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বেশ কিছু অধিদপ্তর ও বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ত্রাণ ও পুণর্বাসন অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বন অধিদপ্তর, বিভিন্ন সিটি করপোরেশন, জেলা, পৌরসভাসহ বেশ কিছু মন্ত্রণালয়ের অধীনে অন্যান্য বিভাগ ও অধিদপ্তর।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশের খ্যাতনামা এক জলবায়ু বিশেষজ্ঞ  বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলার নাম ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন নানা অধিদপ্তর ও বিভাগের মাধ্যমে নামে-বেনামে প্রকল্প তৈরি করা হয়েছে।

এছাড়া বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থ সরকারের গত আমলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর ইচ্ছে- খুশি মতো অর্থ বরাদ্দ দিয়ে বিভিন্ন প্রকল্প তৈরি করা হয় বলে তিনি অভিযোগ করেন।

ওই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে ফান্ডের অর্থ যথাযথভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজে না লাগায় চলতি অর্থ বছরে সরকার জলবায়ু পরিবর্তন খাতে কোনো বরাদ্দ রাখেনি বলে তিনি মনে করেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আব্দুল মতিন  বঙ্গ-নিউজ কে বলেন, এবার বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোনো অর্থ বরাদ্দ করা হয়নি যা দুঃখজনক। কিন্তু জলবায়ু পরিবর্তন মোকাবেলার নামে যে সব প্রকল্প ইতোমধ্যে চলমান রয়েছে, ওই সব প্রকল্পের অধিকাংশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কতটুকু ভূমিকা রাখবে তা অনেকের কাছেই প্রশ্ন হয়ে থাকল।

জলবায়ু বিশেষজ্ঞ ড. আহসান উদ্দিন আহমেদ  বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভূমিকা রাখবে না এমন কিছু প্রকল্প এ খাতের নামে সরকার প্রাথমিকভাবে হাতে নিয়েছিল। কিন্তু সরকার এ জায়গা থেকে সরে এলেও অগ্রাধিকার ভিত্তিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিকল্পনা মাফিক কাজ না করে কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নিয়ে কাজ করছে সরকার।

যা ২০০৯ সালের ১০ বছর মেয়াদি জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য নয় বলে তিনি অভিযোগ করেন।

ওই সব অভিযোগ সম্পর্কে জানতে বাংলাদেশ জলবায়ু ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আহসানকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

২০০৯ সাল থেকে দেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলা-সংক্রান্ত কাজ শুরু হয়েছে। ২০০৯ সালে গৃহীত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনার (বিসিসিএসএপি) আওতায় অন্যান্য কাজের পাশাপাশি বাংলাদেশ সরকার দুটি ফান্ড গঠন করেছে। দেশের অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (বিসিসিটিএফ) ও উন্নয়ন সহযোগীদের অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রেজিলিয়েন্স ফান্ড (বিসিসিআরএফ)।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ২০১০ সালে এ সংক্রান্ত আইন গঠন করা হয়। এ আইন অনুসারে বিসিসিটিএফ এ অর্থ যোগানের অন্যতম খাত হিসেবে সরকারের জাতীয় বাজেট থেকে বরাদ্দ দেওয়া কথা রয়েছে। যা বিগত বছরগুলোর বাজেটের থোক বরাদ্দ থেকে ফান্ডের ২ হাজার ৭০০ কোটি টাকার সবটায় সংস্থান করা হয়

বাংলাদেশ সময়: ৮:৫৭:৩৯   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ