ব্রাজিলের আপিল সিলভার হলুদ কার্ড নিয়ে

Home Page » এক্সক্লুসিভ » ব্রাজিলের আপিল সিলভার হলুদ কার্ড নিয়ে
রবিবার, ৬ জুলাই ২০১৪



silva_yelo_card_bg_706378403.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ: বিশ্বকাপে ব্রাজিল দলের অধিনায়ক থিয়াগো সিলভার হলুদ কার্ডের বিষয়ে আপিল করেছেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে সিলভাকে হলুদ কার্ড দেখানো হয়।

কলম্বিয়ান গোলকিপার ডেভিড ওসপিনাকে বাধা দেওয়ায় পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পেলেন সিলভা। এর ফলে সে পরবর্তী ম্যাচ অর্থাৎ বেলো হরিজন্তে মাঠে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে খেলতে পারবে না।

ফিফার হেড অব মিডিয়া দেলিয়া ফিসার বলেন, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন থেকে এ সংক্রান্ত একটি আবেদন আমরা গ্রহণ করেছি এবং এটার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

তবে অতীত ইতিহাস থেকে বলা যায়, হলুদ কার্ডের বিষয়ে আপিলে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা সম্ভব শুধু লাল কার্ডের ক্ষেত্রে।

মে মাসে চ্যাম্পিয়নস লীগ ফাইনোলের আগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় জাবির হলুদ কার্ড নিয়ে আপিল করেছিলেন। কিন্তু ইউইএফএ সাফ জানিয়ে দিয়েছিলেন এটা অগ্রহণযোগ্য।

যদি এ বিষয়ে ফিফা কোনো ইতিবাচক সাড়া দেয়, তাহলে তা হবে পক্ষপাতমূলক। কার্যকরী সদস্যদের অনেকে স্বাগতিকদের সন্দেহ করবে।

এরপরও ফিফার নিয়মশৃঙ্খলা কমিশনের মাধ্যমে এ হলুদ কার্ড বাতিলের বিষয়ে আবেদন করেছে সিবিএফ।

সিবিএফ কার্যকরী পরিষদ অবশ্য নেইমারকে পেছন থেকে আঘাত করে কশেরুকায় চিড় ধরানো বিষয়েও তদন্ত করার আবেদন জানিয়েছেন।

জুনিগারের বিতর্কিত বাধা দেওয়ার বিষয়ে ফিফা এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

অন্যদিকে, বিশ্বকাপ আসরের অন্য সব হলুদ কার্ডের বিষয়ে এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। সুতরাং সেমিফাইনালে যদি কেউ হলুদ কার্ড পান, তাহলে তার ফাইনালের জন্য কোনো সমস্যা হবে না। শুধুমাত্র লাল কার্ড পেলে খেলতে পারবে না।

বাংলাদেশ সময়: ২৩:১২:৩৬   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ