রাজশাহী সিটি কলেজে ছাত্রলীগের ভাঙচুর

Home Page » সারাদেশ » রাজশাহী সিটি কলেজে ছাত্রলীগের ভাঙচুর
রবিবার, ৬ জুলাই ২০১৪



raj-city_5922_0_29940.jpgবঙ্গনিউজ ডটকমঃ রাজশাহী সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণির চলমান ভর্তি কার্যক্রমে আবারও বাধা দেওয়ার চেষ্টা করেছে ছাত্রলীগ। এ সময় তারা ভর্তি কেন্দ্র

 ও উপাধ্যক্ষের কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ১১তম অপেক্ষমাণ তালিকা প্রকাশ ঠেকাতে রোববার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটনায় ছাত্রলীগ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর কবিরুল ইসলাম জানান, রোববার বেলা ২টার আগেই ১০ম অপেক্ষমাণ তালিকা থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি শেষ হয়। এরপর বিজ্ঞানে ১৫, মানবিকে ৩৫ ও ব্যবসায় শিক্ষা শাখায় ২৫টি আসন শূন্য থাকে। ওইসব আসনে ভর্তি সম্পন্ন করতে ২টার দিকে ১১তম অপেক্ষমাণ তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলো ভর্তি কমিটি।

এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামসুল আরেফিন রবিনের নেতৃত্বে নেতাকর্মীরা অপেক্ষমাণ তালিকা প্রকাশে বাধা দেয়। এতে ভর্তি কমিটি রাজি না হওয়ায় উত্তেজিত নেতাকর্মীরা ভর্তি কেন্দ্রের কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে তারা উপাধ্যক্ষের কক্ষেও হামলা ও ভাঙচুর চালায়। পছন্দের ছাত্র ভর্তি করাতেই তারা ওই বাগড়া বাধিয়েছে বলে দাবি করেন কলেজ অধ্যক্ষ কবিরুল ইসলাম।

তবে হামলা ও ভাঙচুরের দায় অস্বীকার করেছেন ছাত্রলীগ সভাপতি শামসুল আরেফিন রবিন। ওই সময় ঘটনাস্থলে ছিলেন না বলেও দাবি করেন তিনি।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবাহান বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে এখনো থানায় অভিযোগ আসেনি। কলেজ কর্তৃপক্ষের কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

প্রসঙ্গত, রাজশাহীর সরকারি কলেজগুলোতে এবারের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরুর পর থেকেই ভর্তি বাণিজ্যে নেমেছে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ। এরই মধ্যে সিটি কলেজে কয়েক দফা হামলা ও ভাঙচুর চালিয়েছে তারা। এছাড়া রাজশাহী কলেজ ও নিউ গভ. ডিগ্রি কলেজেও ভর্তিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রলীগ। এর মধ্য দিয়েই ওই দুইটি কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩৮   ৩৭৫ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ